সন্দেশখালি ইস্যুতে শাহজাহানকে গ্রেফতার করতে নারাজ ডিজিপি! বোমা ফাটালেন রেখা শর্মা

সন্দেশখালি (Sandeshkhali)-তে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এবার রীতিমতো বোমা ফাটালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । তিনি যা বলেছেন তা শুনে সকলেই একপ্রকার থ…

সন্দেশখালি ইস্যুতে শাহজাহানকে গ্রেফতার করতে নারাজ ডিজিপি! বোমা ফাটালেন রেখা শর্মা

সন্দেশখালি (Sandeshkhali)-তে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এবার রীতিমতো বোমা ফাটালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । তিনি যা বলেছেন তা শুনে সকলেই একপ্রকার থ হয়ে যেতে পারেন।

সন্দেশখালি ইস্যুতে কলকাতায় পশ্চিমবঙ্গের ডিজিপির সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) দুজনের সাক্ষাৎ কেমন হয়েছিল সেই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন রেখা শর্মা। বলেন, “ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar) অবশেষে আমার সঙ্গে দেখা করেছেন। আমি অষ্টম-নবমবারের মতো পশ্চিমবঙ্গে এসেছি, আর ডিজিপির সঙ্গে কখনও দেখা হয়নি। ডিজিপি একমত যে পুলিশের অভাব রয়েছে। আমরা সন্দেশখালিটে থাকা সব পুলিশ কর্মকর্তাকে পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলাম। তিনি এটিকে গুরুত্ব সহকারে নিয়েও অবধি ছিলেন কিন্তু তারপরে তিনি একটি বা দুটি ফোন কল পান, যার পরে তার মনোভাব পুরোপুরি বদলে যায়। তিনি মিটিং সংক্ষিপ্ত করেন।”

   

রেখা শর্মা জানান, ‘আমরা যখন তৃণমূলের শাহজাহানের নাম নিই, তখন ডিজিপির যে সেটা পছন্দ হয়নি তা ভালোই বোঝা গিয়েছে। ডিজিপি পাল্টা আমাদের জিজ্ঞাসা করে বসেন যে তিনি কীভাবে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেন যখন তাঁর বিরুদ্ধে কিছুই নেই। তিনি বলেন, ইডির উচিত শাহজাহানকে গ্রেফতার করা, পুলিশের নয়। তার বিরুদ্ধে যদি কিছু না থাকে, তাহলে পুলিশ কী তদন্ত করবে। আমার মনে হয় ডিজিপির হাত বাঁধা, তিনি কিছু করতে পারবেন না। আমরা কল্পনা করতে পারি সে কতটা চাপের মধ্যে আছে । আমার মনে হয় ও সিরিয়াস, কিন্তু ও এত চাপের মধ্যে কাজ করবে কী করে।’

Advertisements