Loksabha election 2024: রেখা পাত্রকে দেখা মাত্রই বিক্ষোভ, গাছের ডাল নিয়ে তাড়া!

বসিরহাটের বিজেপি প্রার্থীকে দেখা মাত্রই বিক্ষোভ, লাঠি নিয়ে তেড়ে এলেন মহিলারা। মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়াল খড়িডাঙা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তিনি এলাকায় আহত…

rekha patra

বসিরহাটের বিজেপি প্রার্থীকে দেখা মাত্রই বিক্ষোভ, লাঠি নিয়ে তেড়ে এলেন মহিলারা। মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়াল খড়িডাঙা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তিনি এলাকায় আহত বিজেপি কর্মীকে দেখতে গেলেই ঘটনাস্থলে ঝামেলা তৈরি হয়। স্থানীয় মহিলারা তাঁকে দেখে মারতে আসেন। শুধু তাই নয়, উঠে বিজেপি বিরোধী স্লোগান। যদিও ঘটনার সূত্রপাত ঘটে সোমবার। বিজেপির দেওয়াল লিখনকে নিয়ে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টা হাতাহাতির দিকে চলে যায়। আহত হয় এক বিজেপি কর্মী। তারপরে আজ সকালে সেই আহত কর্মীকে দেখতে যান বিজেপির বসিরহাট কেন্দ্রের রেখা পাত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ খড়িডাঙায় যান রেখা। সঙ্গে ছিলেন অর্চনা মজুমদারের মতো বিজেপি নেত্রীও। কিন্তু মঙ্গলবার সকালে রেখাদের দেখেই পরিস্থিতি আবার উত্তপ্ত হতে থাকে। সোমবার বসিরহাট ২ নম্বর ব্লকের খড়িডাঙ্গায় বিজেপি প্রার্থী রেখার দেওয়াল লিখনে কালি দেওয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। কালিদাস বাছার নামে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

   

যদিও এই ঘটনা নিয়ে নিয়ে রেখা জানিয়েছেন যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা সবাই তৃণমূল কর্মী। তৃণমূল ইচ্ছে করে এই কাণ্ড ঘটিয়েছে। তবে এক গ্রামবাসীর দাবি উনি গ্রামের মানুষকে ঠকিয়েছে। আজ সকালে দু’পক্ষের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।