Heatwave: ৪ জেলায় লাল সতর্কতা জারি, গরমে হাঁসফাঁস করছে তিলোত্তমাও

গরমের হাত থেকে মুক্তি নেই আপাতত, আগামী রবিবার অবধি তীব্র তাপপ্রবাহের (Heatwave) সম্মুখীন হতে চলেছে দক্ষিণবঙ্গ। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করে স্পষ্ট জানিয়ে দিল আলিপুর…

গরমের হাত থেকে মুক্তি নেই আপাতত, আগামী রবিবার অবধি তীব্র তাপপ্রবাহের (Heatwave) সম্মুখীন হতে চলেছে দক্ষিণবঙ্গ। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করে স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। শুধু তাই নয়, সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আইএমডি।

Advertisements

পশ্চিমবঙ্গের দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক পশ্চিমা হাওয়া এবং শক্তিশালী তাপপ্রবাহ বইবে বলে খবর। ইতিমধ্যে বাংলার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটির ঘোষণা করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গরম আবহাওয়ার কথা মাথায় রেখে বিভিন্ন বেসরকারি স্কুল অনলাইন ক্লাসের দিকে ঝুঁকেছে। বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং পরের দু’দিনে দক্ষিণবঙ্গে কোনও বড় পরিবর্তন হবে না। হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার অবধি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই চার জেলায় জারি হয়েছে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা। এই তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে না শহর কলকাতাও। আবার কিছু জায়গায় লু বইবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।