Heat wave : বিগত পঞ্চাশ বছরের সব রেকর্ড ভেঙে এপ্রিলেই দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেখছে কলকাতা

বিগত পঞ্চাশ বছরের সব রেকর্ড ভেঙে দিল এপ্রিল মাসের গরম। আবহাওয়াবিদদের দাবি গত পঞ্চাশ বছরে এমন গরম দেখা যায়নি। এপ্রিল মাসের এত লম্বা সময় জুড়ে…

Girls walking in the scorching heat during a heatwave

বিগত পঞ্চাশ বছরের সব রেকর্ড ভেঙে দিল এপ্রিল মাসের গরম। আবহাওয়াবিদদের দাবি গত পঞ্চাশ বছরে এমন গরম দেখা যায়নি। এপ্রিল মাসের এত লম্বা সময় জুড়ে তাপপ্রবাহ কলকাতা দেখতে অভ্যস্ত নয়। বাংলা ক্যালেন্ডারে বৈশাখ মাস পড়তেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে গ্রীষ্ম। তীব্র তাপপ্রবাহে চরম অস্বস্তিতে রাজ্যবাসী। সকাল ১১টার পর থেকেই তাপমাত্রা ৪১ ডিগ্রির ওপরে থাকছে। বিগত চার পাঁচদিন ধরে এমনই আবহাওয়া চলছে বাংলা জুড়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন বিগত পঞ্চাশ বছরে এইরকম তাপপ্রবাহের নজির নেই বাংলা জুড়ে। এপ্রিল মাসে এইরকম তাপপ্রবাহ দেখা যায় না। এবং দেখা গেলেও সেটা এতদিন দীর্ঘস্থায়ী হয় না।

পরিসংখ্যান বলছে গতকাল পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি। বাঁকুড়ায় পারদ উঠেছিল ৪৪ ডিগ্রিতে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি। কলকাতাতেও পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। ব্যারাকপুর অঞ্চলের তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ১৯৮০ সালে একবার ৪১.৭ ডিগ্রি হয়েছিল এপ্রিল মাসে। ২০১৩ সালেও একদিন ৪১ হয়েছিল এবং ২০১৬ সালেও ৪১ ডিগ্রির উপরে উঠেছিল পারদ। ২০২৩ সালেও অর্থাৎ গত বছর টানা পাঁচদিন ৪০ ডিগ্রি ছিল পারদ। এর মধ্যে ১৪ এপ্রিল তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিল। আগামী সপ্তাহ জুড়েও এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গড়ে ৫ ডিগ্রি বেশি থাকবে পারদ। আজ থেকে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমলেও অস্বস্তি একই থাকবে। 

তবে ২১ থেকে ২৩ তারিখ অবধি আংশিক মেঘলা থাকার দরুন তাপমাত্রা কিছুটা কমবে। তবে অস্বস্তি বজায় থাকবে বলে জানা গিয়েছে। আগামী কয়েকদিন বিশেষ আবহাওয়ার কোনও পরিবর্তন নেই তবে আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে এমন পরিস্থিতি কতদিন চলবে। যদিও ওড়িশা সীমান্ত সংলগ্ন জেলা গুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু’দিনে। তবে পরিস্থিতির সেভাবে উন্নতি হবে না বলে জানা গিয়েছে।