স্থিতিশীল রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। আজ মেডিকেল বোর্ড গঠন করা হবে। তারা টেস্ট করে জানাবেন কি কি পরীক্ষারও করাতে হবে। কার্ডিওলজি বিভাগের পাশে ৫ নম্বর ঘরে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কালই অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। বিকেলে জেল থেকে এনে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রথমে জেলের হাসপাতালে নিয়ে হয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাকে।
এই ঘটনায় তিনি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, “এসএসকেএম একটি ঘুঘুর বাসা। সব নেতা-মন্ত্রীরা ওখানে যেতে চান। ওখানে রিপোর্ট তৈরি করা হয়। রাজ্য সরকারের মন মোতাবিক ইচ্ছা অনুযায়ী সেখানে সবকিছু হয়। তাই প্রথম থেকেই নেতা-মন্ত্রীরা ওখানে যাওয়ার চেষ্টা করেন। আমি জানিনা কোর্ট কিভাবে অনুমতি দিচ্ছে। ইডি সিবিআইয়ের কথায় কিছু হয় না কোর্ট শেষ কথা বলে। ওখানে গেলে মৃত সঞ্জীবনই তারা পান। নয় বেল হবে নয় সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। অসুস্থ কেউই নয়, আরাম করার ভালো ব্যবস্থা ওখানে রয়েছে।”
জানা যাচ্ছে, এমার্জেন্সিতে আড়াই ঘণ্টা যখন পর্যবেক্ষণে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার একাধিক পরীক্ষা করানো হয়। কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের ডাক পড়ে। তারা বলেন, বুকে জ্যোতিপ্রিয় মল্লিকের সেরকম কোনও সমস্যা নেই। এরপর ডাক পড়ে নিউরোলজি বিভাগের চিকিৎসকদের। কারণ তার আগে মন্ত্রী একবার বলেছিলেন, তার বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে। এরপর ঠিক হয় নিউরোলজি মেডিসিনের চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি হবেন তিনি। কিন্তু কার্ডিওলজি ব্লকের পাঁচ নম্বর কেবিনে ভর্তি হন জ্যোতিপ্রিয়। হাসপাতালের বক্তব্য, আর কোথাও বেড ছিল না। কার্ডিওলজি বিভাগেই বেড ফাঁকা ছিল। রাজ্যের মন্ত্রীর শারীরিক অসুস্থতায় সরকারি হাসপাতালে কি সংশ্লিষ্ট বিভাগে বেডের ব্যবস্থা করা সম্ভব ছিল না? উঠছে প্রশ্ন।