Ration Scam: বাঁচতে চাই বলে কাতর আর্জি জ্যোতিপ্রিয়র

আজ ভার্চুয়ালি শুনানি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতি (Ration Scam) ধৃত তবে আজও জামিনের আবেদন করেনি জ্যোতিপ্রিয় মল্লিক। সেলে খাট এবং টেবিল দিতে আবেদন করলেন।…

আজ ভার্চুয়ালি শুনানি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতি (Ration Scam) ধৃত তবে আজও জামিনের আবেদন করেনি জ্যোতিপ্রিয় মল্লিক। সেলে খাট এবং টেবিল দিতে আবেদন করলেন। তিনি বলেন শরীর খারাপ সুগার ৩৫০ উপরে। 

জ্যোতিপ্রিয়কে আদালত ৩০ নভেম্বর পর্যন্ত জুডিশিয়াল কাস্টেডির নির্দেশ দিয়েছে। অর্থাৎ আগামী ৩০ নভেম্বর তার ফের হাজিরা হবে। আজ জেল হেফাজত শেষ হওয়ার পরে যদি মল্লিককে কোর্টে পেশ করার কথা ছিল। কিন্তু জেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয় এবং আদালতে পাঠানো হয় যেখানে বলা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা ভালো নয়। সেই কারণেই তার ভার্চুয়াল প্রোডাকশন হচ্ছে।

ভার্চুয়াল প্রোডাকশন যখন শুরু হয় তখন বিচারক জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে জানতে চেয়েছিলেন  তার শারীরিক অবস্থা কেমন রয়েছে। তার বসতে কোনও রকম অসুবিধা হচ্ছে কিনা সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক তার সুগার বেশি রয়েছে এই কথা জানান। তার হাঁটা চলার সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন। এর সঙ্গে তিনি বিচারকের কাছে বাঁচতে চাই বলে কাতর আর্জি জানান।

এর সঙ্গে তিনি বিচারকের কাছে তার যেন কোনও সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করা হয় সে বিষয়েও জানিয়েছেন। বিচারক যখন তার কথা শুনছিলেন তখন, জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, তিনি আইনজীবী কলকাতা আদালত এবং ব্যাঙ্কশাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্য। সেই সময় বিচারক বিরক্ত বোধ করেন। এবং জানিয়েছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু নিজেকে আইনজীবী হিসেবে দাবি করছে সেক্ষেত্রে আদালত সম্পর্কে তিনি যথেষ্ট অবগত।

এরপর জ্যোতিপ্রিয় মল্লিক কিছু বলতে চাইলে তাকে থামিয়ে দেওয়া হয়। এবং বিচারক তার বসতে অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চায়। আজ জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষ থেকে কোনও জামিনের আবেদন করা হয়নি। তবে তার চিকিৎসার জন্য আবেদন করা হয় যেহেতু তিনি বর্তমানে অসুস্থ রয়েছেন। এবং জেল কর্তৃপক্ষের কাছে সেই রিপোর্ট দেওয়ার কথা বলা হয়। এর সঙ্গে এডিট তরফ থেকে যে জুডিশিয়াল কস্টেডির আবেদন করা হয়েছিল সেই অনুযায়ী তাকে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও ইডি যেন জেলে গিয়ে তাকে জেরা করা এবং তাদের সঙ্গে জেরা সংক্রান্ত যে সকল ডিজিটাল গেজেট রয়েছে তা নিয়ে যেতে পারে সেই বিষয়টি মঞ্জুর করা হয়।