Ration Scam: মন্ত্রী জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিলাসবহুল হোটেলে ইডি তল্লাশি

রেশন দুর্নীতিকাণ্ডে সেক্টর ফাইভের বিলাসবহুল হোটেলে হানা দিল তদন্তকারী সংস্থা ইডি। মন্টু সাহা এবং কালী সাহা যাদের রাইস মিলে আজ শনিবার সকাল থেকে তল্লাশি চলছে…

রেশন দুর্নীতিকাণ্ডে সেক্টর ফাইভের বিলাসবহুল হোটেলে হানা দিল তদন্তকারী সংস্থা ইডি। মন্টু সাহা এবং কালী সাহা যাদের রাইস মিলে আজ শনিবার সকাল থেকে তল্লাশি চলছে তাদেরই হোটেল রয়েছে সেক্টর ফাইভে। সেখানেই পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রেশন দুর্নীতির টাকা কোন না কোনভাবে এই রাধাকৃষ্ণ হোটেলের সঙ্গে জড়িত বলে মনে করছেন ইডি আধিকারিকরা।

আজ সকালে বনগাঁয় মন্টু সাহা এবং কালী সাহার বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।বনগাঁর রাধাকৃষ্ণ রাইস মিলের সঙ্গে খাদ্য দফতরের কী লিঙ্ক রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্র ধরেই, যাবতীয় বিষয়টি খতিয়ে দেখতে শনিবার সাতসকালে ইডির এই তৎপরতা বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, এই রাধাকৃষ্ণ আটাকলের মালিক মন্টু সাহা। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই রাধাকৃষ্ণ আটাকলের মালিকের বেশ ঘনিষ্ঠতা ছিল বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ইডি সূত্রের দাবি, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের পরেই বনগাঁর কলুপুরের এই আটাকলের তথ্য পান ইডির তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরেই শনিবার সকালে এই অভিযান।

শনিবার রাজ্যের মোট সাত জায়গায় ইডির অফিসারদের পৃথক পৃথক টিম তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে জানা যাচ্ছে।রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে রানাঘাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ওল্ড বহরমপুর রোডে চাল কল মালিক ও রেশন ডিলার নিতাই ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে এই চাল কল মালিক ও রেশন ডিলারের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা।