ফের বাংলার নজির, বাড়িতে বসেই এবার রেশন কার্ড আপডেট

আর লাইনে দাঁড়াতে হবে না। দফতরে যাওয়ারও দরকার নেই। বাড়িতে বসেই কম্পিউটারে রেশন কার্ডের সব তথ্য পরিবর্তন করা যাবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।…

ration card

আর লাইনে দাঁড়াতে হবে না। দফতরে যাওয়ারও দরকার নেই। বাড়িতে বসেই কম্পিউটারে রেশন কার্ডের সব তথ্য পরিবর্তন করা যাবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। দেশের মধ্যে এই সুবিধা বাংলাতেই প্রথম বলেও দাবি মন্ত্রীর।

 

   

খাদ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের মধ্যে বাংলায় প্রথম এই ব্যবস্থা চালু হচ্ছে। রেশন দফতরের অ্যাপের মাধ্যমে গ্রাহকরা যে কোনও তথ্য পরিবর্তন করতে পারবেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রেশনকার্ডে অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য। এখনও পর্যন্ত ২২ লক্ষ মানুষ এই পরিষেবা নিয়েছেন বলে দাবি মন্ত্রীর।

হারের হতাশা থেকে বাংলা-ভাগ, নাকি নেপথ্যে বিজেপির অন্য কোনও অভিসন্ধি?

দেশের বৈধ নাগরিক পরিচয়পত্রের অন্যতম হল রেশন কার্ড। ফলে রেশন কার্ডে সব তথ্য সঠিক থাকা অত্যন্ত জরুরি। কিন্তু, রেশন কার্ডে বহু গ্রাহকের তথ্য ভুল থাকে। সেই সমস্যা মেটাতে নাজেহাল অবস্থা হয়। ছুটতে হয় খাদ্য দফতরে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাজ করতে হয়। কিন্তু, এবার আর সেই সমস্যা হবে না। যেতে হবে না কাদ্য দফতরে। অনলাইনেই যাবতীয় সংশোধন করা যাবে। রাজ্য সরকারের তরফে রেশন ব্যবস্থায় অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে। রেশন কার্ডে সংশোধন করা যাবে মোবাইলের মাধ্যমেও।

লাইসেন্স ছাড়াই রমরমিয়ে ব্যবসা, তিনটি নার্সিংহোম সিল করল স্বাস্থ্য দফতর

শুধু রেশন কার্ড আপডেট নয়, সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমেই গ্রাহক রেশন ডিলার পরিবর্তনের আবেদনও করতে পারবেন। এমনকী অন্য কোনও রেশন ডিলারের কাছ থেকে সামগ্রী নিতে চাইলেও আবেদন করা যাবে। এছাড়াও যদি কোনও গ্রাহক রেশন কার্ড সারেন্ডার করচে আগ্রহী হন তাহলে অনলাইনে ফর্মপূরণ করলেই হবে। এছাড়া রেশন কার্ডের সঙ্গে অনলাইনে মোবাইল নম্বর লিঙ্ক এবং ডি-লিঙ্কও করা যাবে।