Ram Mandir: অযোধ্যার আগেই কলকাতায় রাম মন্দির উদ্বোধন করবেন শাহ

কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অযোধ্যা রামমন্দির উদ্বোধনের ঠিক আগেই কলকাতায় রামমন্দির উদ্বোধন করবেন অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারে কিছু না কিছু চমক…

Amit Shah

কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অযোধ্যা রামমন্দির উদ্বোধনের ঠিক আগেই কলকাতায় রামমন্দির উদ্বোধন করবেন অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারে কিছু না কিছু চমক থাকে দুর্গাপুজোকে কেন্দ্র করে। এ বছরে চমক অযোধ্যার রামমন্দিরের আদলে পুজোর মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম রামমন্দির। অমিত শাহ এসে এই পুজোই উদ্বোধন করবেন। সন্তোষ মিত্র স্কোয়ারের মূল পুজো উদ্যোক্তা সজল ঘোষ জানাচ্ছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর আসা ও তার হাতে পুজোর উদ্বোধন- এই গোটা বিষয়কে শারদ সম্মান নামে ব্যাখ্যা করছেন।

আজ একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাজ্যে অমিত শাহ। ৩:২০ নাগাদ বিমানবন্দরে পা দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী। তারপর বিএসএফের কপ্টারে বিমানবন্দর থেকে রওনা। শিয়ালদহ হ্যালিপ্যাডে নামবে শাহের কপ্টার।

Advertisements

অমিত শাহের পুজো উদ্বোধনকে ঘিরে সজল ঘোষ জানাচ্ছেন, “বড়ো পুজো করেছি, বড়ো অনুষ্ঠান করেছি। তবে অমিত শাহর মতো এত বড়ো মানুষকে ঘিরে আয়োজন কখনও করিনি, একটা মানসিক চাপ রয়েছে। দুঘন্টার ঝটিকা সফরে আসছেন অমিত শাহ, এটা আমাদের কাছে অহংকারের বা গর্বের। এটাই একজন সাধারণ কর্মী চায়। পুজোর সেরা শারদ সম্মান এটাই আমাদের কাছে।”