Rainfall: লক্ষ্মীবারে বাংলার ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

বঙ্গোপসাগরে নাকি তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আশঙ্কা করা হচ্ছে ১৩০ কিমি বেগে আছড়ে পরতে পারে ভারত বা বাংলাদেশ উপকূলে। যদিও এসবের মাঝেই বাংলার আবহাওয়া আমূল…

বঙ্গোপসাগরে নাকি তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আশঙ্কা করা হচ্ছে ১৩০ কিমি বেগে আছড়ে পরতে পারে ভারত বা বাংলাদেশ উপকূলে। যদিও এসবের মাঝেই বাংলার আবহাওয়া আমূল বদলে গিয়েছে। ফের একবার চেনা গরম ফিরেছে আর তাতে একপ্রকার ভেঁপে যাচ্ছেন সকলে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ছিটেফোঁটা বৃষ্টিও (Rainfall) হয়েছে। প্রশ্ন উঠছে, আজ শহর কলকাতা সহ আর কোথাও কি বৃষ্টির দাপট হবে?

এই বিষয়ে কিছুটা হলেও খারাপ খবর শুনিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস। সপ্তাহ শেষে ফের একবার ৪০-এর গণ্ডি পেরোতে পারে পারদ। নতুন করে নাজেহাল করবে গরম। আগামী ৫ দিনে ২ থেকে ৫ ডিগ্রি অবধি গরম বাড়তে পারে বলে আশঙ্কা। তবে আজ লক্ষ্মীবারে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মিলিয়ে ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা।

   

আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া। কিন্তু গরমের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মালদহ, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে। এছাড়া আগামীকাল ১৭ তারিখ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

তবে একটা সুখবর দিয়েছে আলিপুর। সেটা হল এই রবিবার থেকে ফের বাংলার আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। এরপর সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা সহ বেশ কিছু জেলায় আগামী সোম-মঙ্গলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।