Rainfall: নিম্নচাপ সরলেও বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না রাজ্য

সামনেই পুজো। তার মধ্যেও বৃষ্টির ঘনঘটা। মহালয়ার আগে ও পরে রাজ্যজুড়ে বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া দফতর জানাছে, বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি…

Rainfall: নিম্নচাপ সরলেও বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না রাজ্য

সামনেই পুজো। তার মধ্যেও বৃষ্টির ঘনঘটা। মহালয়ার আগে ও পরে রাজ্যজুড়ে বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানাছে, বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা পশ্চিমবঙ্গ থেকে দূরে সরে গিয়েছে। যদিও বৃষ্টি জারি থাকবে বলে জানা গিয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷

হাওয়া মোরগ জানাচ্ছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ কাছে অবস্থান করছে নিম্নচাপটি এই সময়ে, ফলে আগামী দু-একদিন বাংলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ এরফলেই উত্তরবঙ্গের উত্তরের দিকের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷

Advertisements

ওড়িশা ও তেলঙ্গানায় বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। এছাড়া বিদর্ভ, ছত্তীসগঢ়, মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়া ২২ শে সেপ্টেম্বর এবং মধ্য প্রদেশ ২১-২৩ শে সেপ্টেম্বর অবধি ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।