অস্বস্তি গরমে নাজেহাল কলকাতা সহ সমগ্র বাংলা। কবে সুরাহা হবে আবহাওয়ার, সেই নিয়ে এখন সকলেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও এহেন গরমের মধ্যে রজ্যজুড়ে ঝড়-বৃষ্টির (Rainfall) বড় সতর্কতা জারি করা হল। আজ যেমন কিছু জেলায় তাপপ্রবাহ চলবে ঠিক তেমনই বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টিও চলবে। কলকাতাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে সোমবার পর্য়ন্ত তাপপ্রবাহ চলবে বলে খবর। এদিকে আজ কলকাতা সহ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া।
এবার আসা যাক উত্তরবঙ্গের প্রসঙ্গে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বজ্রবিদ্যৎ সহ বৃষ্টির সতর্কতা জ্রারি হয়েছে। কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেমি হতে পারে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বর্ষা কবে আসবে? এই প্রশ্ন এখন সকলের মুখে মুখে। মহারাষ্ট্র, কেরালা, আন্দামান, উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও এখনও অবধি দক্ষিণবঙ্গে অধরা বর্ষা। কবে ঢুকবে তা নিয়েও আশার আলো দিতে পারছে না হাওয়া অফিস। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর সম্ভাবনা কম। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে আসতে পারে।
বৃষ্টিপাতের পূর্বাভাস পশ্চিমবঙ্গ : তারিখ 07.06.2024 pic.twitter.com/8uUj2kUiVJ
— IMD Kolkata (@ImdKolkata) June 7, 2024