কারখানায় ভয়াবহ আগুনে ঝলসে মৃত ৩, আহত বহু

শনিবার সাত সকালে দেশে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আজ দিল্লির নারেলা শিল্পাঞ্চলে একটি কারখানায় আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।…

শনিবার সাত সকালে দেশে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আজ দিল্লির নারেলা শিল্পাঞ্চলে একটি কারখানায় আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

গুরুতর আহত ছয়জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারেলা শিল্পাঞ্চল ডালের একটি কারখানায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি গাড়ি। দিল্লি ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এখনও অবধি আগুন নেভানোর কাজ চলছে।

   

দিল্লি পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় গাফিলতির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। এর আগে আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে কারখানায় কর্মরত কর্মচারীরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। কারখানার শ্রমিকরাও উদ্ধারের জন্য উচ্চস্বরে চিৎকার করেন বলে জানান স্থানীয়রা। এরপর তড়িঘড়ি লোকজন দমকলে খবর দেয়। কারখানা ঘিরে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।