Rainfall: শনিতে বঙ্গে তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা, ভাসবে একের পর এক জেলা

ধেয়ে আসছে দুর্যোগ। আজ শনিবার বাড়ি থেকে বেরনোর আগে দশবার ভেবে নিন নয়তো বিপদে পড়তে পারেন। আজ বঙ্গের একের পর এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক…

Rainfall: শনিতে বঙ্গে তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা, ভাসবে একের পর এক জেলা

ধেয়ে আসছে দুর্যোগ। আজ শনিবার বাড়ি থেকে বেরনোর আগে দশবার ভেবে নিন নয়তো বিপদে পড়তে পারেন। আজ বঙ্গের একের পর এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

শুধু কি বৃষ্টি? ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তাপমাত্রা কি কমবে? এই নিয়ে প্রশ্ন সকলের। যদিও এদিন বাংলার ১১ জেলায় ঝেঁপে বৃষ্টি হবে বলে খবর। এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হবে। জোড়া ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। পূর্ব ভারত এবং সংলগ্ন অঞ্চলে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া দক্ষিণ অসমের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। আরও একটি ঘূর্ণাবর্ত আছে ওড়িশার উপরে। যে কারণে এখন আগামী কিছুদিন দফায় দফায় বৃষ্টি হবে বাংলাজুড়ে।

Advertisements

এদিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।