দুর্গাপূজার আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি

কলকাতা: দুর্গাপূজার আগে ফের বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) জারি করল আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে…

West Bengal Rain Forecast

কলকাতা: দুর্গাপূজার আগে ফের বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) জারি করল আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং সমুদ্রে সম্ভাব্য নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর প্রভাবেই আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের এক আধিকারিক রবিবার জানিয়েছেন, ‘‘বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানের, কোটার হয়ে গোপালপুর পর্যন্ত প্রসারিত রয়েছে এবং তা পূর্ব-দক্ষিণ-পূর্ব দিক বরাবর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন বৃষ্টি চলবে। অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’’

   

প্রথমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে মঙ্গলবার থেকে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রঝড়-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।

অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির দাপট কিছুটা কমলেও কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় মঙ্গলবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে অনুমান। মঙ্গলবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস।

Advertisements

দুর্গাপূজা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীতে। তবে উৎসবের আমেজ শুরু হয়ে যাবে মহালয়া (২১ সেপ্টেম্বর) থেকেই। এই পরিস্থিতিতে পুজোর আগে টানা বৃষ্টিপাত উৎসবের প্রস্তুতিতে কিছুটা ভাঁটা ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। ন্যূনতম তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।

পুজোর আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রতিমা গড়া, মণ্ডপ সাজানো এবং বাজার-হাটের ভিড় শুরু হয়ে গেছে। এই সময়ে টানা বৃষ্টি মানুষের দৈনন্দিন কাজের পাশাপাশি পুজোর প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের সঙ্গে সম্ভাব্য নিম্নচাপের মেলবন্ধন আগামী সপ্তাহে রাজ্যের আবহাওয়া পরিস্থিতিকে আরও পরিবর্তনশীল করে তুলবে। ফলে যেকোনও সময় বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে।

তবে আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টি চলবে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে ঠিকই, কিন্তু উৎসবের আমেজে বৃষ্টির ব্যাঘাত ঘটতে পারে।