TMC: রেল দিল না ট্রেন, দিল্লি যেতে পারবে তৃণমূল?

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে ঘাসফুল শিবির। ২ তারিখ গান্ধী জয়ন্তীর দিন থেকে শুরু হতে চলেছে সেই কর্মসূচি। বাংলা থেকে কর্মী-সমর্থক, নেতা,…

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে ঘাসফুল শিবির। ২ তারিখ গান্ধী জয়ন্তীর দিন থেকে শুরু হতে চলেছে সেই কর্মসূচি। বাংলা থেকে কর্মী-সমর্থক, নেতা, বিধায়কদের নিয়ে যেতে আগেই স্পেশ্যাল ট্রেনের জন্য রেলের কাছে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। ২০টি স্লিপার কোচ যুক্ত বিশেষ ট্রেন চাওয়া হয়েছিল। তৃণমূলের সেই আবেদন নাকচ করে দিল রেল। তাতেই ক্ষোভে ফুঁসছে তৃণমূল।

ক্ষোভ উগরে টুইটারে দলের তরফে একটা পোস্টও করা হয়েছে। এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা টুইটে লেখা হয়েছে, “আমাদের দমাতে চাওয়ার আরও একটা চেষ্টা! পূর্ব রেল আমাদের স্পেশ্যাল ট্রেনের আবেদন নাকচ করে দিয়েছে। একশোদিনের কাজ ও আবাস যোজনার বঞ্চিতদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য এই ট্রেনের আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই অনুরোধ রাখা হল না। তবে যে করেই হোক, যে কোনও পরিস্থিতিতে আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে দিল্লি যাব।”

এরপরই রেলের উত্তর সম্মলিত চিঠি ওই টুইটে জুড়ে দিয়ে লেখা হয়েছে, “জিতনা ভি কোসিস কর লো হাম ডাটে রাহেঙ্গে, ঝুকেগা নেহি।”

এ প্রসঙ্গে যে চিঠি রেল দিয়েছে তাতে লেখা রয়েছে, “৩০ তারিখ আপনাদের তরফে যে স্পেশ্যাল ট্রেনের অনুরোধ করা হয়েছিল তা আমরা খতিয়ে দেখেছি। কিন্তু, এই মুহূর্তে সেই আবেদন রাখা সম্ভব নয়। ট্রেন পাওয়া যায়নি।”