ছুটির দিনে থমকে যাবে হাওড়া শাখার ট্রেন চলাচল! দেখে নিন বাতিলের তালিকা

আগামী রবিবার ২ জুন প্রয়োজন ছাড়া রেলযাত্রায় বিশেষ সমস্যা তৈরি হতে চলেছে। কারণ ঐদিন হাওড়া থেকে বাতিল করা হচ্ছে বেশ কিছু লোকাল ট্রেন। রেলের পক্ষ…

rail

আগামী রবিবার ২ জুন প্রয়োজন ছাড়া রেলযাত্রায় বিশেষ সমস্যা তৈরি হতে চলেছে। কারণ ঐদিন হাওড়া থেকে বাতিল করা হচ্ছে বেশ কিছু লোকাল ট্রেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে জৌগ্রাম রেল স্টেশনে নতুন প্লাটফর্ম তৈরির কাজ চলবে ঐ দিন । সেই কারণে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে মোট ৯ জোড়া ট্রেন বাতিল রাখা হবে। যার জেরে চরম সমস্যায় পড়বে নিত্য যাত্রীরা। । তবে রেলের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে এই নতুন প্লাটফর্ম তৈরি হয়ে গেলে,যাত্রীদের বেশি সুবিধা হবে এবং ট্রেনে সফর আরও স্বাচ্ছ্যন্দময় হয়ে উঠবে।

ঐ দিন হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে থাকছে হাওড়া থেকে ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬০৮৭, ৩৬০৮৭, ৩৬০৩৩ ও ৩৬০৩৭ নম্বর ট্রেনগুলি । এবং বর্ধমান থেকে বাতিল থাকছে ৩৬৮২৮, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৪০ ও ৩৬৮৫০ নম্বর ট্রেনগুলি। পাশাপাশি মশাগ্রাম থেকে ৩৬০৮৬ ও ৩৬০৮৮ নম্বর ট্রেন এবং চন্দনপুর থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৮ নম্বর ট্রেন।

   

সাধারনত অন্যান্য লাইনের তুলনায় কর্ড লাইনের ট্রেনের সংখ্যা অনেক কম। তার উপর ট্রেন বাতিল হলে চরম সমস্যার স্বীকার হতে হয় সমস্ত যাত্রীদের। তবে রবিবার ছুটির দিন হলেও প্রয়োজনে অনেককেই যেতে হয় ট্রেনে করে বিশেষ প্রয়োজনে। কারণ জেলার বহু মানুষ কলকাতায় যাওয়ার মাধ্যম হিসাবে ব্যাবহার করে এই কর্ড লাইনের ট্রেনকে। তাই রবিবার যদি বর্ধমান কর্ড লাইনের ট্রেনে চেপে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই যাত্রীদের কিছুটা সময় বেশি নিয়ে বের হওয়া দরকার।