আনিস হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবি হাইকোর্টের

এবার আমতার ছাত্রনেতা আনিস খান হত্যা মামলার জল গড়াল হাইকোর্ট অবধি। কলকাতা হাইকোর্টের দাবি, আনিস খানের মৃত্যুর সঠিক নিরপেক্ষ তদন্ত হোক। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি…

এবার আমতার ছাত্রনেতা আনিস খান হত্যা মামলার জল গড়াল হাইকোর্ট অবধি। কলকাতা হাইকোর্টের দাবি, আনিস খানের মৃত্যুর সঠিক নিরপেক্ষ তদন্ত হোক।

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থর এজলাসে আবেদন জানানো হয়েছে।স্বতঃপ্রণোদিত মামলা র আবেদন করা হয়েছে। আদালত লিখিত আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার পক্ষকে জানাতে হবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে খুন হন ছাত্র নেতা আনিস খান। মৃত আনিস খান (২৮) আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার ছাত্র। আনিসের বাড়ি আমতীর সারদা খাঁ পাড়ায়।

বিজেপি বিরোধী নাগরিকত্ব সংশোধনী আইন ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নেমেছিলেন আনিস। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন কাজে বিক্ষোভ আন্দোলনেও তিনি ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তরফে বেশ কয়েকবার হুমকি বার্তা পেয়েছিলেন আনিস।

অভিযোগ, শুক্রবার রাতে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের পোশাক পরা কয়েকজন এসে আনিসের খোঁজ করে। তার বাবাকে বন্দুক দেখিয়ে আটকে রাখে। এরপর আনিসকে ঘর থেকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলা হয়। উঁচু থেকে পড়ে মাথায় ধাক্কা লেগে আনিসের মৃত্যু হয় ঘটনাস্থলেই।