নিশীথকে হারিয়ে পণ ভেঙে ‘মাছ’ খেলেন রবীন্দ্রনাথ!

মহাভারতে মহারথী ভীষ্মের প্রতিজ্ঞার কথা অনেকের শুনেছেন হয়তো। কলিযুগে বঙ্গের কোচবিহারের রাজনীতির অন্যতম মহারথী রবীন্দ্রনাথ ঘোষ এরকমই এক ভীষ্ম-প্রতিজ্ঞা নিয়ে বসেছিলেন! নিজের রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির…

rabindra nath ghosh

মহাভারতে মহারথী ভীষ্মের প্রতিজ্ঞার কথা অনেকের শুনেছেন হয়তো। কলিযুগে বঙ্গের কোচবিহারের রাজনীতির অন্যতম মহারথী রবীন্দ্রনাথ ঘোষ এরকমই এক ভীষ্ম-প্রতিজ্ঞা নিয়ে বসেছিলেন! নিজের রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে না হারিয়ে মাছ স্পর্শ করবেন না তিনি! কিন্তু কথায় বলে ‘মাছে ভাতে বাঙালি’। আর সেখানে বাঙালি হয়ে মাছই স্পর্শ করবেন না রবীন্দ্রনাথ? এরকম অনর্থ ঘটা বোধহয় অসম্ভবই ছিল।

২০২৪ এর লোকসভা নির্বাচনে সমস্ত হিসেব উল্টে, তৃণমূলের কাছে হেরেছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক! কোচবিহারে তৃণমূলের জায়েন্ট কিলার জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া! লোকসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর উচ্ছ্বাস উদ্দীপনার ঝড় বয়ে গিয়েছে গোটা কোচবিহারের তৃণমূল শিবিরে! সেই সঙ্গে বোধহয় হাফ ছেড়ে বেঁচেছেন, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির লোকজনেরাও। কারণ বাড়ির কর্তা যদি সাধের মাছই না খান, তাহলে কারই বা ভালো লাগে বলুন তো? নিশীথ প্রামাণিক হেরেছেন, অতএব কাঁটা বেঁছে মাছ খাওয়ার পথে আর কোনও কাঁটাই রইল না ঘোষবাবুর। ফলে যেমন কথা তেমন কাজ।

   

কিন্তু কথায় বলে রাজনীতি একা একা হয় না। রাজনীতি হল খেলাধুলার মতোই টিম গেম। প্রতিজ্ঞা নিয়েছিলেন একা, কিন্তু প্রতিজ্ঞা ভাঙার সময় তাই সবাইকে সঙ্গে নিলেন রবীন্দ্রনাথ! রীতিমতো মঞ্চ বেঁধে সংবর্ধনা সভা করে বিজয়ী প্রার্থীকে সংবর্ধনা যেমন রইল, সেই সঙ্গে একেবারে মিলন উৎসবের মাঝে ভুঁড়িভোজের আয়োজন করে ফেলেছিলেন তিনি এই মৎস্যমুখী অনুষ্ঠানে! অনুষ্ঠানের নামও দেওয়া হয়েছিল-‘ আমিও খাব, তুমিও খাবে’। সব মিলিয়ে একেবারে হই-হই পরিস্থিতি কোচবিহারে তৃণমূল শিবিরে।

মাছের কাঁটা বেছে খাওয়াতো হল, কিন্তু পথের কাঁটা কি সত্যিই দূর হলো? পরাজিত নিশীথ কিন্তু এখনো ময়দান ছাড়েননি যে! ফলাফল নিয়ে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন এমনও হুমকি দিয়ে রেখেছেন। সেক্ষেত্রে কি আবার পুরনো প্রতিজ্ঞা নতুন করে করতে হতে পারে রবীন্দ্রনাথ বাবুকে? সেই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা চলছে।