নির্বাচন কমিশনকে রাজ্যের দাবি, স্বাস্থ্যসাথী কার্ডও হোক বৈধ পরিচয়পত্র

কলকাতা ১১ সেপ্টেম্বর: রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা SIR (Special Summary Revision)-কে ঘিরে রাজ‌্যরাজনীতি তোলপাড় তা সকলেই জানেন। কিন্তু ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে…

Push for Swasthya Sathi Card as Identity Proof in SIR, Chief Secretary to Election Commission

কলকাতা ১১ সেপ্টেম্বর: রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা SIR (Special Summary Revision)-কে ঘিরে রাজ‌্যরাজনীতি তোলপাড় তা সকলেই জানেন। কিন্তু ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে। কারণ এবার মুখ্যসচিব মনোজ পন্থ সরাসরি নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়ে দাবি তুললেন, স্বাস্থ্যসাথী কার্ডকেও যেন নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হয়। ইতিমধ্যেই তিনি একটি চিঠিও পাঠিয়েছেন কমিশনের কাছে।

Advertisements

চিঠিতে মুখ্যসচিব স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড—এই তিনটিকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা উচিত। যদিও বর্তমানে SIR প্রক্রিয়ায় ১১ ধরনের নথিকে নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে ধরা হয়। কিন্তু রাজ্য প্রশাসনের দাবি, এই তালিকায় আরও তিনটি নথি যুক্ত করলে সাধারণ মানুষের সুবিধা হবে।

   

বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ড মূলত রাজ্যের সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় সাধারণ মানুষের চিকিৎসার খরচে অন‌্যতম ভূমিকা পালন করে থাকে। তাই এখন রাজ্য চাইছে এটিকে নাগরিকত্ব প্রমাণের কাগজ হিসেবেও স্বীকৃতি দেওয়া হোক। মুখ্যসচিবের মতে, এই কার্ডে পরিবারের প্রত্যেক সদস্যের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য উল্লেখ থাকে, যা নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে সহায়ক হতে পারে।

একই সঙ্গে রেশন কার্ড এবং আধার কার্ডকেও প্রমাণপত্রের তালিকায় যুক্ত করার দাবি তুলেছে রাজ্য। রেশন কার্ড বহুদিন ধরেই নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আবার আধার কার্ডও বর্তমানে প্রায় প্রতিটি সরকারি পরিষেবায় আবশ্যিক হয়ে উঠেছে।