Rahul Gandhi: রাহুল গান্ধীর নায়কোচিত ছবি দিয়ে কংগ্রেসের বার্তা ‘ভয় পেও না হিমন্ত’

ভারত জোড়ো ন্যায় যাত্রার নির্ধারিত রুট ভাঙার অভিযোগে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে অসম পুলিশ ‘সুয়োমোটো’ (স্বতঃপ্রণোদিত) কেস দায়ের করেছে। এর জেরে তীব্র বিতর্ক। রাজ্যের…

ভারত জোড়ো ন্যায় যাত্রার নির্ধারিত রুট ভাঙার অভিযোগে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে অসম পুলিশ ‘সুয়োমোটো’ (স্বতঃপ্রণোদিত) কেস দায়ের করেছে। এর জেরে তীব্র বিতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা বলেছেন, রাহুল গান্ধী যদি ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে গুয়াহাটি আসেন তাহলে তাঁকে গ্রেফতার করব। বিজেপি শাসিত অসমে চলছে কংগ্রেসের ন্যায় যাত্রা। এই যাত্রা ঘিরে বিরোধী কংগ্রেস ও শাসক বিজেপির তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ চলছে। এরই মধ্যে কংগ্রেসের বার্তা রাহুল গান্ধীকে দেখে ‘ভয় পেওনা হিমন্ত’।

রাহুলকে নিশানা করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তীব্র আক্রমণ শুরু করেন। অসম সফররত রাহুল গান্ধীও বলেন, হিমন্ত বিশ্বকর্মা দেশের অন্যতম দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী। হিমন্ত একদা কংগ্রেসের নেতা এখন মোদী-শাহর বিশেষ ঘনিষ্ঠ।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাংবাদিক সম্মেলনে বলেন, মণিপুর থেকে নাগাল্যান্ড হয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে ন্যায় যাত্রা চলছে অসমে। সূচি অনুযায়ী আরও সফর বাকি আছে এ রাজ্যে। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে কটাক্ষ করে বলেন ভয় পেও না হিমন্ত বিশ্বশর্মা। জয়রাম রমেশ বলেছেন, “অসমের মুখ্যমন্ত্রী নার্ভাস এবং ভীত এবং যখনই রাহুল গান্ধী বা কংগ্রেস নিয়ে কথা হয় তিনি তার মানসিক স্থিতিশীলতা হারিয়ে ফেলেন।” রমেশ দাবি করেছেন যে রাজ্যের সর্বস্তরের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন এবং রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন তাতে অসমের মুখ্যমন্ত্রী হতবাক।

অসম প্রদেশ কংগ্রেস রাহুল গান্ধীর সফরের একটি ছবি দিয়েছে। একেবারে বলিউড নায়কোচিত সেই ছবিতে রাহুল গান্ধীকে বিখ্যাত মাজুলি দ্বীপে নৌকার সামনে দেখা গেছে। সেই ছবি ভাইরাল হয়ে যায়। কংগ্রেস নেতা জয়রাম রমেশ আরও জানিয়েছেন যে 21শে জানুয়ারি অসমেই হবে বিরাট জনসভা। কালিয়াবর কেন্দ্রে একটি সমাবেশ হবে। যেখানে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও যোগ দিতে চলেছেন।