দ্রোহ কার্নিভালে যোগ দিন, পুলিশ কমিশনারের আদেশ বেআইনি: বিকাশ ভট্টাচার্য

রেড রোডে দুর্গাপূজার কার্নিভালের দিন ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল কর্মসূচি নিয়ে তীব্র বিতর্ক। কলকাতা পুলিশ র্মতলা জুড়ে পূর্বতন ১৬৩ বিএনএএস ধারা (পূর্বতন ১৪৪…

Join the protest carnival, police commissioner's order is illegal: Bikash Bhattacharya.

রেড রোডে দুর্গাপূজার কার্নিভালের দিন ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল কর্মসূচি নিয়ে তীব্র বিতর্ক। কলকাতা পুলিশ র্মতলা জুড়ে পূর্বতন ১৬৩ বিএনএএস ধারা (পূর্বতন ১৪৪ ধারা) লাগু করেছে। কড়া নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। আর সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বললেন, কমিশনারের আদেশ বেআইনি।

দেশের তুখোড় আইনজীবীর এমন ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক আরও বাড়ল। কলকাতা পুলিশের নির্দেশিকা বলছে, একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না। হাতে লাঠি, প্রাণঘাতী অস্ত্র বা আগ্নেয়াস্ত্র থাকলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও আছে, রেড রোডে দুর্গাপুজোর বিশেষ কার্নিভাল চলাকালীন বাধা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এমন কোনও কিছু করা যাবে না।

   

নির্দেশিকা না মানলে নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে  কলকাতা পুলিশ।

সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য লিখেছেন, “মমতার নির্দেশে পুলিশ কমিশনার আদালতের একটি আদেশের পরিকল্পিত অপব্যখ্যা করার স্পর্ধা দেখাচ্ছেন। পুলিশ কমিশনার,একটি বেআইনী আদেশ জারি করতে গিয়ে বলেছেন, আদালতের নির্দেশ ক্রমে কেউ মমতা কার্নিভালে বাধা দিতে পারবে না।

এ এক চক্রন্তমূলক মিথ্যা। যে নয়জন যুবক কে মমতা বাহিনী শ্লোগান দেবার অপরাধে গ্রেপ্তার করেছিল তাদের মুক্ত করে বলা হয়েছিল, তাঁরা কার্নিভালে গন্ডগোল করবে না। একটি আদেশের পরিপ্রেক্ষিত টা বাদ দিয়ে সুবিধামত একটি শব্দ কে ব্যবহার করা অন্যায় ও অশোভন। আমি স্পষ্ট করে বলতে চাই পুলিশ কমিশনারের আদেশ বেআইনী। বেআইনী আদেশের মান্যতা বাধ্যতামূলক নয়। দ্রোহ কার্নিভালে যোগ দিন। মমতা কার্নিভালে যারা যাবেন তাঁরাও পুলিশ কমিশনারের আদেশ অমান্য করেই যাবেন।আইন সবার ক্ষেত্রে সমভাবেই প্রযোজ্য।”