আরজি কর হাসপাতালের নারকীয় কাণ্ডে তোলপাড় গোটা দেশ। প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। এসবের মধ্যেই এবার মহিলাদের উপর অত্যাচার, আরজি কর ইস্যুতে মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১২ বছর আগের নির্ভয়া কাণ্ডের উদাহর তুলে ধরে রাষ্ট্রপতির দাবি, আরজি করের ঘটনায় তিনি ‘হতাশ এবং আতঙ্কিত’। দ্রৌপদী মুর্মুর সাফ কথা, ‘চিকিৎসক-ছাত্রছাত্রী-নাগরিক সমাজ, সবাই রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছেন। কোনও সভ্য সমাজ মহিলাদের উপর এমন অত্যাচার মানতে পারেন না।’
সংবাদ সংস্থা পটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরজি করের নক্কারজনক ঘটনা নিয়ে প্রতিরিক্রিয়া দিয়েছেন রাষ্ট্রপতি। সেখানেই তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে। কোন সভ্য সমাজে মেয়ে-বোনদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না। সমাজকে সতভাবে এবং নিরপেক্ষভাবে আত্মদর্শন করতে হবে এবং নিজেদের কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। প্রায়শই মহিলাদের মনুষ্যেতর, কম শক্তিশালী, কম সক্ষম, কম বুদ্ধিমান হিসাবে দেখা হয়। এই শোচনীয় মানসিকতা রয়েছে সমাজে।’
৭৫ মিনিট বাথরুমে ছিলাম,তাই সিবিআইয়ের ডাক শুনিনি, অকপট স্বীকারোক্তি সন্দীপের
নির্ভয়া মামলার কথাও স্মরণ করিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘নির্ভয়া ঘটনার পর থেকে ১২ বছরে, অগণিত ধর্ষণ হয়েছে, যা সমাজ ভুলে গিয়েছে। এই সম্মিলিতঊভাবে ভুলে যাওয়া অত্যন্ত আপত্তিকর। যে সমাজ ইতিহাসের মুখোমুখি হতে ভয় পায়, তারাই এই সম্মিলিত স্মৃতিভ্রংশের পথ অবলম্বন করে। এখন ভারতেরও ইতিহাসের মুখোমুখি হওয়ার সময় এসেছে।’
STORY | ‘Enough is enough’: anguished President Murmu asks nation to wake up, end crimes against women
READ: https://t.co/oEOSvjyrWk pic.twitter.com/Y1XPy7KkUs
— Press Trust of India (@PTI_News) August 28, 2024
চলতি মাসের ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে এক পোস্ট গ্র্যাজুয়োট ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগে ইতিমধ্যেই সঞ্জয় রাই নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই। জিজ্ঞাসাবাদ চলেচে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকেও। প্রতিবাদে মুখ দেশবাসী। দল-মত নির্বিশেষে আপামর জনতা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। ঘটনার পর ১৯ দিন কেটে গিয়েছে। দোষীর ফাঁসির দাবিতে সুর চড়ছে। একই দাবি মুখ্যমন্ত্রীরও। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এবার সেই আরজি কাণ্ড নিয়ে কড়া অবস্থানের কথা শোনালেন খোদ রাষ্ট্রপতি।