প্রেম করলেই ধরপাকড়৷ ঘনিষ্ঠ ভাবে দেখা গেলে তলব করা হচ্ছে যুগলের অভিভাবকদের। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ পড়ুয়াদের একাংশের। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়য়ের পড়ুয়াদের একাংশ অভিযোগ করছে যে তারা ক্যাম্পাসে প্রেম করলে বাধা দিচ্ছে কর্তৃপক্ষ। শুধুমাত্র বাধা নয় ধরপাকড় চলছে। এমন কি ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের তলব করে তাদের কাউন্সিলিং করা হচ্ছে তাদের সঙ্গে বৈঠক করছে।
কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাদের। তারা আজ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন জমা দেয় এবং সেখানকার আইএসএফের ছাত্র ছাত্রীরাও এই প্রেমে বাধার বিষয়ে তীব্র বিরোধিতা করে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের স্বাধীন চিন্তাধারা থেকে বাধা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে প্রেম করলেই তাদের হুমকি দেওয়া হচ্ছে।
অন্যদিকে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা এই সব কিছুর বিরুদ্ধে নয় বরং এমন কিছু ব্যক্তিগত ঘটনা সামনে আসছে, এবং সেই বিষয়টি তারা ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের সঙ্গে কাউন্সিলিং করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ঘনিষ্ট অবস্থায় ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে সেই অভিযোগেই তাদের ধরপাকড় শুরু হয়েছে। সেই সূত্রে অভিভাবকদের তলপ করা হচ্ছে এবং তাদের সঙ্গে এই বৈঠক। গোটা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের আইএসএফ ইউনিটের ছাত্র হৃষভ সাহা জানিয়েছেন, “বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে ধরপাকড় হচ্ছে। কখনো সেটা প্রেম করার ক্ষেত্রেও হতে পারে। আবার কখনো ছাত্রছাত্রীদের বিভিন্ন অ্যাকশন অথরিটির চোখে অনৈতিক দেখা গেলে কোনো ক্ষেত্রে অভিভাবকদের ডাকা হয়, আবার কোনো ক্ষেত্রে চিঠি যাচ্ছে আবার কখনো ডিসি বসে যাচ্ছে। ইচ্ছে করে গোটা বিশ্ববিদ্যালয়ে ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করা হচ্ছে”।