Anis Khan: ময়নাতদন্ত শেষ, আজ হাইকোর্টে পেশ আনিস খানের মৃত্যুর প্রাথমিক রিপোর্ট

আনিস খানের মৃত্যু মামলায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটকে দ্বিতীয়বার তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ আদালতে সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম।…

high-court

short-samachar

আনিস খানের মৃত্যু মামলায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটকে দ্বিতীয়বার তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ আদালতে সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম।

   

ফেব্রুয়ারির শেষে হাইকোর্ট নির্দেশ দেয়, জেলে জজের পর্যবেক্ষণে ময়নাতদন্ত হতে হবে। ময়নাতদন্তের রিপোর্ট সিট ও মামলাকারীদের দ্রুত দিতে হবে। মামলাকারীদের উপস্থিতিতে আনিস খানের ফোন সিল করবে সিট। তারপর তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে হবে। হায়দরাবাদে ফরেন্সিক পরীক্ষার জন্য ছাত্রনেতার ফোন পাঠাতে হবে। ফোনের সকল তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। এরপর তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিট ও মামলাকারীদের।

মনে করা হচ্ছে, হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত কী উঠে এসেছে দ্বিতীয়বারের ময়নাতদন্ত সে বিষয়ে রিপোর্ট উল্লেখ পাওয়া যেতে পারে। আনিসছ খানের সাথে ঠিক কি ঘটনা ঘটেছিল তাঁকে কি ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল না এর পেছনে অন্য কোন রহস্য জড়িয়ে রয়েছে আজ আদালতে প্রাথমিক রিপোর্ট দিতে চলেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম।