মধ্যবিত্তের ঘাড়ে কোপ! মঙ্গলবার থেকে পকেট পুড়তে পারে আলুর দামে

মঙ্গলবার থেকে আলুর দামে ছ্যাঁকা লাগতে পারে মধ্যবিত্তের পকেটে। আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের দরুণ বাঙালির প্রিয় আলুর দাম আকাশ ছোঁয়া (Potato Price Hike) হতে পারে…

Close-up photo of a single potato, with a rough, brown skin and a few small eyes, on a plain background

মঙ্গলবার থেকে আলুর দামে ছ্যাঁকা লাগতে পারে মধ্যবিত্তের পকেটে। আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের দরুণ বাঙালির প্রিয় আলুর দাম আকাশ ছোঁয়া (Potato Price Hike) হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল। প্রশাসনের তরফে জানা গিয়েছে, হিমঘর খোলা থাকলেও, আলুর বাজারে পর্যাপ্ত পরিমাণে আসছে না বলেই দাম বৃদ্ধি হতে পারে।

ঘর ছেড়ে কোথাও যেতে পারবে না, বিজেপি মন্ত্রীর ছেলেকে কড়া বিধিনিষেধ আদালতের

   

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অভিযোগে, বাজারে জোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে কোনও রকম লিখিত নির্দেশ ছাড়াই আলুবোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছে। এর প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের ওই সংগঠন। রবিবার এমনিতেই হিমঘর বন্ধ থাকে। কিন্তু সোমবার বিভিন্ন জায়গায় হিমঘর খোলা হলেও, কর্মবিরতির কারণে আলু বার করা হচ্ছে না সেখান থেকে।
খুচরো ব্যবসায়ীদের কাছে যা আলু মজুত আছে, তা তাঁরা দাম বাড়িয়েই বিক্রি করবেন বলে আশঙ্কা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর প্রশাসনিক তৎপরতায় অন্য আনাজের দাম কমলেও আলুর দামে বিশেষ হেরফের হয়নি। গত কয়েক দিন ধরেই হুগলি, বর্ধমানের খোলা বাজারে জ্যোতি আলু কেজিতে ৩২-৩৩ টাকা ও চন্দ্রমুখী আলু কেজিতে ৩৮-৪০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। দাম আরও বাড়লে তা আর সাধারণের সাধ্যের মধ্যে থাকবে না বলেই মনে করছেন ক্রেতারা।

বাতিল এই ট্রেনের টিকিটের পুরো টাকা ফেরত পাবেন যাত্রীরা! এইসব শর্ত মানলেই কেল্লাফতে

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যের প্রায় ৮০ হাজার আলু ব্যবসায়ী কর্মবিরতিতে শামিল হয়েছেন। ২০১৪ সালে এ রকম হয়েছিল। ভিন্‌রাজ্যে আলু যাওয়া আটকানো হয়েছিল। তবে এবার নির্দেশ নেই। কিন্তু পুলিশি হয়রানি হচ্ছে রাজ্যের সীমান্তগুলিতে। মুখ্যমন্ত্রী বাইরে পাঠাতে বারণ করেননি। উনি নজরদারি করতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর থেকে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে আলু যাওয়া আটকানো হয়, তা হলে ব্যবসা করব কী করে।’’ রাজ্য সরকার অবশ্য ‘সুফল বাংলা’ স্টলের মাধ্যমে আলু বিক্রির পরিকল্পনা করেছে দামে লাগাম পরাতে।