মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা দিচ্ছে আলুর দাম! হরেক বাজারে হরেক দর

প্রশাসনের তীক্ষ্ণ নজরদারির পরেও আলুর দাম (Potato Price) মধ্যবিত্ত বাঙালির নাগালের বাইরে চলে যাচ্ছে। আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেলেও আলুর দাম এখনও আয়ত্তের মধ্যে আসেনি…

potato

প্রশাসনের তীক্ষ্ণ নজরদারির পরেও আলুর দাম (Potato Price) মধ্যবিত্ত বাঙালির নাগালের বাইরে চলে যাচ্ছে। আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেলেও আলুর দাম এখনও আয়ত্তের মধ্যে আসেনি বলে অভিযোগ। শুধু তাই নয়, নজরদারি থাকার সময় আলুর দাম নিয়ন্ত্রণে থাকলেও নজরদারি সরতেই সেই দাম আবার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। একাধিক জেলায় এখনও আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকার বেশি দামে। আলুর জোগান আগের চেয়ে বেড়েছে।

সেঞ্চুরি পার টমেটো, ২০০ ছুঁইছুঁই কাঁচা লঙ্কা! সবজির দামের রেকর্ডে মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা

   

সূত্র মারফৎ জানা গিয়েছে শুক্রবার সকালেও হাওড়ার একাধিক বাজারে আলুর দাম ৩৫ থেকে ৪০ টাকা। ক্রেতারা বেশি দাম দিয়েই সেই আলু কিনতে বাধ্য হচ্ছেন। তবে আগের চেয়ে বাজারে আলু যে বেড়েছে, তা মেনে নিচ্ছেন সকলেই। হাওড়ায় জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। চন্দ্রমুখী আলুর দাম ৪০ টাকা কেজি, কোথাও কোথাও তার চেয়েও বেশি।

ধর্মঘট উঠলেও কমেনি আলুর দাম, চরম ক্ষুব্ধ আমজনতা

অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, আসানসোল সদরের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য এবং ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বাজারে অভিযান চালিয়েছিলেন। সঙ্গে ছিল স্থানীয় পুলিশ। আলু থেকে শুরু করে পেঁয়াজ এবং বাকি সব্জির অযথা বেশি দামে বিক্রি করা যাবে না বলে জানান তাঁরা। বিক্রেতাদের কাছে গিয়ে গিয়ে দামের খোঁজ নেন। কিন্তু অভিযোগ, পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা এলে দাম কমছে। আবার পরমুহূর্তেই তা বেড়ে যাচ্ছে।

আরও জানা গিয়েছে যে শুক্রবার সকালে বাঁকুড়ার প্রায় সব বাজারেই আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে। শুক্রবার সকালে হুগলিতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকা কেজি দরে। চন্দ্রমুখী আলুর দাম এখনও ৩৮ থেকে ৪০ টাকা প্রতি কেজি। পূর্ব মেদিনীপুরে আলুর দাম আগের চেয়ে বেশ খানিকটা কমেছে। গত কয়েক দিনে টাকা দিয়েও বাজারে আলু পাওয়া যাচ্ছিল না। কোনও কোনও ক্ষেত্রে ৫০ টাকা কেজি দরেও আলু বিক্রি হতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার যে আলু বারাসতের বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই আলুই শুক্রবার মিলছে ৩৫ টাকায়।