কলকাতা পুরনিগমের ২৯০০০ শূন্যপদে অবিলম্বে স্থায়ী নিয়োগ, ওয়ার্ডে ওয়ার্ডে বন্ধ হয়ে যাওয়া কর্পোরেশন স্কুলগুলি চালুর দাবিতে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে মিছিল বের করে বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্র যুবদের মিছিল আটকানোর চেষ্টা করল পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ধুন্ধুমার পরিস্থিতি হয় ধর্মতলা চত্ত্বর।
রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। লাগাতার আন্দোলনের মাধ্যমে জনমত আদায়ের চেষ্টা করছে সিপিআইএম।
ব্যারিকেড ভেঙে এগোতেই আটকে দেয় পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।সেখানেই বসে পড়েন বাম ছাত্র যুব কর্মীরা। শাসক দলের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেন তাঁরা।
ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেন, পুলিশ গুন্ডাতে পরিণত হয়েছে। পুলিশের জনতার রক্ষক নয়, ভক্ষকের ভূমিকা পালন করছে। আমাদের দাবি, দ্রুত নিয়োগের। আমরা চেয়েছিলাম স্মারকলিপি জমা দিতে। কিন্তু পুলিশ আমাদের কর্পোরেশনে গিয়ে স্মারকলিপি পর্যন্ত জমা দিতে দিল না।