TET Scam: অভিষেকের অফিসের সামনে থেকে চাকরি প্রার্থীদের হটাল পুলিশ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। টেট উত্তীর্ণদের রীতিমতো চ্যাংদোলা করে, টেনে হিঁচড়ে সরিয়ে দিল পুলিশ।  উল্লেখ্য, শুক্রবার স্কুল…

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। টেট উত্তীর্ণদের রীতিমতো চ্যাংদোলা করে, টেনে হিঁচড়ে সরিয়ে দিল পুলিশ। 

উল্লেখ্য, শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের চাকরী প্রার্থীদের সঙ্গে বৈঠকের সময়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ধর্না দিতে শুরু করেন টেট চাকরী প্রার্থীরা। নিজেদের বঞ্চনার কথা তুলে ধরে রাতভর চলে ধর্না। শনিবার বেলা গড়াতেই চাকরি প্রার্থীদের সরিয়ে দিল পুলিশ। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি দেখা দেয়। চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যেতে হয় পুলিশকে।

টেট উত্তীর্ণদের কথায়, যারা কোটি কোটি টাকা দিয়েছে তাঁদেরকে নিয়ে যাওয়া হচ্ছে না। অথচ যারা ধর্না দেখাচ্ছে তাঁদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই ওই এলাকায় উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী। প্রিজন ভ্যানে করে আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়া হয়। ডিসি সাউথের নির্দেশে চলে এই অভিযান।  

অন্যদিকে তৃণমূলের তরফে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ‘এভাবে হবে না। তাঁরা স্মারকলিপি জমা দিক ওরা।’