পঞ্চায়েত পর্ব মিটে গেছে অনেকদিনই, কিন্তু এখনও ঘরছাড়া প্রায় চল্লিশ জন CPIM সমর্থক। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই প্রায় ছ’মাসের ওপর ঘরছাড়া দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের ৪০ জন সিপিআইএম-এর দলীয় সমর্থক। পুলিশি নিষ্ক্রয়তার অভিযোগে মামলা করা হয়েছে, এফআইআর করা হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠে আসছে। ঘরছাড়াদের ঘরে ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি পুলিশ।
পুলিশি নিষ্ক্রয়তার অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়সিংহ-এর এজলাসে। মামলাকারীর অভিযোগ এই চল্লিশজন সিপিআইএম-এর দলীয় সমর্থক যাতে পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করতে না পারে, সেই কারণে তাদের মারধর করে ঘর ভেঙে এলাকা ছাড়া করা হয়েছে। অভিযোগের তীর শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার মধ্যে পরীক্ষা দিতে পারেনি ঘরছাড়া পরিবারের সন্তানরাও। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এবারে পঞ্চায়েত নির্বাচনের আগে আদালতের হস্তক্ষেপে ঘরে ফিরছে এমনই ৫৭টি পরিবার। পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। হাওড়ার আমতার মোট ৫৭টি পরিবার এই অভিযোগ জানিয়েছিল। ওই পরিবারের সদস্যরা সিপিআইএমের সমর্থক বলে দাবি করেছেন মামলাকারীরা। গ্রামে ফিরলে প্রাণনাশের আশঙ্কা থাকতে পারে বলেও জানিয়েছেন মামলাকারীরা।
গত বছর সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল করে ওই ঘরছাড়া পরিবারগুলিকে ঘরে ফেরানোর চেষ্টা করা হয়েছিল। তবে তাতেও বাধা পেতে হয় বলে অভিযোগ। এবছরেই আদালতের নির্দেশে ঘরে ফিরেছে নবদ্বীপের এমনই দুই পরিবার। বিধানসভা নির্বাচনের পর থেকে ঘরছাড়া ছিল তারাও।