আজও কমল না জ্বালানির দাম, মধ্যবিত্তের পকেটে চাপ!

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম (Petrol-diesel price)। আজ ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৭৪.৪৯ ডলার। আজ দেশের রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের…

Petrol Pump

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম (Petrol-diesel price)। আজ ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৭৪.৪৯ ডলার। আজ দেশের রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৮৭.৬২ টাকা। মুম্বাইতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকা। এই শহরে প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা। এবার আসি চেন্নাইয়ের কথায়।

Advertisements

আজ চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা। এই শহরে ডিজেলের দাম প্রতি লিটার হল ৯২.৩৪ টাকা।
শহর কলকাতায় আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা। অন্যদিকে ডিজেলের দাম ৯১.৭৬ টাকা।
দার্জিলিং জেলায় আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.৯০ টাকা। এই জেলায় আজ লিটার প্রতি ডিজেলের দাম ৯১ টাকার কিছুটা বেশি।
আজ বাঁকুড়ায় লিটার প্রতি ১০৫ টাকা। আর ডিজেলের দাম ৯২.৬১ টাকা।

   

ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এর সঙ্গে যুক্ত হয় দেশ ও রাজ্য অনুযায়ী নির্দিষ্ট কর। যে রাজ্য বা দেশে সরকার দ্বারা নির্ধারিত করের পরিমাণ যত বেশি, সেই এলাকায় তেলের দাম তত বেশি।
গতকাল অর্থাৎ ২১ সেপ্টেম্বরের তুলনায় আজ তেলের দামে কোনওরকম পরিবর্তন হয়নি। যদিও পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় গতকাল তেলের দাম খানিকটা কমেছিল।