নতুন মাসে আচমকা বাংলার ৯ জেলায় কমল তেলের দাম, কলকাতায় কত?

আজ শুক্রবার সকাল সকাল দেশজুড়ে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আপনিও যদি আজ নিজের গাড়ির ট্যাঙ্ক ফুল করার কথা ভেবে থাকেন…

আজ শুক্রবার সকাল সকাল দেশজুড়ে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আপনিও যদি আজ নিজের গাড়ির ট্যাঙ্ক ফুল করার কথা ভেবে থাকেন তাহলে জেনে নিন জ্বালানির রেট। আজ ২ আগস্ট শুক্রবার দেশজুড়ে তেলের দাম বাড়ল না কমল তা জেনে নিন ঝটপট।

২ অগাস্ট পেট্রোল ও ডিজেলের দাম বেঁধে দেওয়া হয়েছে। ২ আগস্ট পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। কিছুদিন আগে পেট্রোল-ডিজেলের দাম সংশোধন করে তেল সংস্থাগুলি সংশোধন করলেও তার পর থেকে সাধারণ মানুষ একবারও কোনও সুখবর পায়নি। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছিল। পেট্রোল ও ডিজেলের দাম শেয়ার প্রতি ২ টাকা করে কমানো হয়েছিল। কিন্তু তারপর থেকে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।

   

জানিয়ে রাখি, প্রতিদিন সকাল ৬:৩০টায় দেশের তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের দাম সংশোধন করে। দাম পরিবর্তন হলে তা ওয়েবসাইটে আপডেট করা হয়। তবে গত কয়েকদিন ধরে পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।

 

দিল্লিতে আজ পেট্রোলের দাম ৯৪.৭২ এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা।

মুম্বাইতে আজ পেট্রোল ১০৩.৯৪ ও ডিজেল ৮৯.৯৭ টাকা।

কলকাতায় পেট্রোল ১০৪.৯৫ ও ডিজেল ৯১.৭৬ টাকা।

চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০০.৮৫ ও ৯২.৪৪ টাকা।

বেঙ্গালুরুতে পেট্রোল ১০২.৮৬ ও ডিজেল ৮৮.৯৪ টাকা।

লখনউতে আজ পেট্রোলের মূল্য ৯৪.৬৫ ও ডিজেলের ৮৭.৭৬ টাকা।

নয়ডায় আজ পেট্রোল ও ডিলের দাম যথাক্রমে ৯৪.৬৬, ৮৭.৭৬ টাকা।

গুরুগ্রামে আজ পেট্রোল ৯৪.৯৮ ও ডিজেল ৮৭.৮৫ টাকা।

চণ্ডীগড়ে আজ পেট্রোলের দাম ৯৪.২৪ ও ডিজেল ৮২.৪০ টাকা।

পাটনায় আজ পেট্রোলের দাম ১০৫.৪২ ও ডিজেলের দাম ৯২.২৭ টাকা।

আজ বাংলার ৯ জেলায় তেলের দাম কমেছে। এই জেলাগুলি হল দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, নদীয়া, উত্তর ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর দিনাজপুরে।