সপ্তাহান্তে বাংলার ১০ জেলায় ঝপ করে কমল পেট্রোলের দাম, ডিজেল কত?

আজ সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার ৩০ আগস্ট দেশজুড়ে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আর এই দাম জারি হতেই সকলের মুখে রীতিমতো এক…

আজ সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার ৩০ আগস্ট দেশজুড়ে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আর এই দাম জারি হতেই সকলের মুখে রীতিমতো এক চিলতে হাসি ফুটতে দেখা গিয়েছে। কারণ আজ বাংলা সহ বেশ কিছু জায়গায় হুড়মুড়িয়ে কমেছে তেলের দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন।

আপনিও কি আজ নিজের গাড়িতে তেল ভরানোর পরিকল্পনা করেছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। দেশের প্রধান সরকারি তেল বিপণন সংস্থাগুলি শুক্রবার এর জন্য পেট্রোল এবং ডিজেলের দাম সংশোধন করেছে। আজও তাদের দামের কোনো হেরফের হয়নি। প্রসঙ্গত, পেট্রোল-ডিজেলে কোনও জিএসটি নেই। জ্বালানির দামে জিএসটি বসানোর কথা বলা হলেও এখনও কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে জ্বালানি তেলের দামের ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) আরোপ করা হয়।

   

যাইহোক, ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা, ডিজেলের দাম ৮৭.৬২ টাকা, মুম্বইয়ে পেট্রোল ১০৩.৪৪ টাকা এবং ডিজেল মিলছে ৮৯.৯৭ টাকা। এদিকে কলকাতায় পেট্রোল মিলছে ১০৪.৯৫ টাকায় এবং ডিজেল ৯১.৭৬ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের দাম ৯২.৩৪ টাকা। এছাড়া আজ দিল্লির নয়ডা এবং গুরুগ্রামে ব্যাপক সস্তা হয়েছে জ্বালানির দাম।

যেমন আজ নয়ডাতে পেট্রোল লিটার পিছু ৯৪.৬৩ টাকা এবং ডিজেল লিটার পিছু ৮৭.৯৬ টাকা। এদিকে গুরুগ্রামে পেট্রোলের দাম ৯৫.১৯ টাকা এবং ডিজেলের দাম ৮৮.০৫ টাকা। জানলে খুশি হবেন, আজ বাংলার বহু জেলায় পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। আজ যেমন আলিপুরদুয়ারে পেট্রোল ৪৮ পয়সা, বাঁকুড়ায় ২২ পয়সা, বীরভূমে ৭ পয়সা, কোচবিহারের ১৮ পয়সা, দার্জিলিং-এ ৯ পয়সা, হুগলীতে ৮ পয়সা, পশ্চিম বর্ধমানে ১২ পয়সা, পুরুলিয়ায় ১ পয়সা, দক্ষিণ ২৪ পরগণায় ১৬ পয়সা এবং উত্তর দিনাজপুরে ৪১ পয়সা সস্তা হয়েছে।

এবার আসা যাক ডিজেলের প্রসঙ্গে। আজ বহু জেলায় ডিজেলও অনেক সস্তা হয়েছে। যেমন আলিপুরদুয়ারে ডিজেল ৪৫ পয়সা, বাঁকুড়ায় ২০ পয়সা, বীরভূমে ৭ পয়সাম কোচবিহারে ১৭ পয়সা, দার্জিলিং-এ ৯ পয়সা, হুগলীতে ৮ পয়সা, পশ্চিম বর্ধমানে ১২ পয়সা, দক্ষিণ ২৪ পরগণা জেলায় ১৫ পয়সা এবং উত্তর দিনাজপুরে ৩৭ পয়সা সস্তা হয়েছে।