সপ্তাহান্তে বাংলার বহু জেলায় হুড়মুড়িয়ে কমল তেলের দাম, কলকাতায় কত?

কলকাতা: পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) নিয়ে দেশজুড়ে নতুন আপডেট প্রকাশ্যে এল। আর এই দাম প্রকাশ্যে আসতেই সকলের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। এমনিতে…

কলকাতা: পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) নিয়ে দেশজুড়ে নতুন আপডেট প্রকাশ্যে এল। আর এই দাম প্রকাশ্যে আসতেই সকলের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। এমনিতে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। জানলে অবাক হবেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৭ ডলার ছাড়িয়ে গেছে। ডব্লিউটিআই ক্রুডও ৮৩.৭০ ডলারের লেভেলে ট্রেড করছে।

প্রসঙ্গত, এপ্রিলের পর থেকে অপরিশোধিত তেলের দাম সবচেয়ে বেশি। অপরিশোধিত তেলের দাম ওঠানামার কারণে সকলের চোখ থাকে সরকারী তেল বিপণন সংস্থাগুলির দিকে, যা প্রতিটি সর্বশেষ হার প্রকাশ করে। এই পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম বাড়লে কি জ্বালানির দামে কোনও পরিবর্তন এসেছে? আসুন জেনে নিন শুক্রবার জ্বালানির দামে কোনওরকম পরিবর্তন হয়েছে কিনা।

   

প্রথমেই নজর দেওয়া যাক পেট্রোলের দামের দিকে। জানা গিয়েছে, আজ নয়াদিল্লিতে পেট্রোল মিলছে ৯৪.৭৬ টাকায়। এদিকে কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা। মুম্বাইতে পেট্রোল প্রতি লিটারে মিলছে ১০৪.১৯ টাকায় এবং চেন্নাই তেল মিলছে ১০০.৭৩ টাকায়। এবার আসা যাক ডিজেলের প্রসঙ্গে। আজ কলকাতা শহরে ডিজেল মিলছে ৯১.৭৬ টাকা প্রতি লিটারে। মুম্বাইতে ডিজেল মিলছে ৯২.১৩ টাকায়, চেন্নাইতে তেল ৯২.৩২ টাকা এবং নয়াদিল্লিতে ডিজেল ৮৭.৬৬ টাকা।

আজ বাংলার বহু জেলায় আবার পেট্রোলের দাম কমেছে। যেমন দক্ষিণ দিনাজপুরে আজ পেট্রোল মিলছে ১০৫.২৯ টাকাউ। সেখানে গতকাল এই দাম ছিল ১০৫.৬৫ টাকা। উত্তর ২৪ পরগণায় গতকাল যেখানে পেট্রোলের দাম ছিল ১০৫.৫৩ টাকা সেখানে আজ সেই তেল মিলছে ১০৪.৯৫ টাকায়। পূর্ব বর্ধমানে পেট্রোলের দাম আজ ৪ পয়সা কমে বিক্রি হচ্ছে ১০৫.৩১ টাকা।

দক্ষিণ ২৪ পরগণায় আজ তেল মিলছে ১০৪.৯৫ টাকায়। গতকাল সেই দাম ছিল ১০৫.২৬ টাকা। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় গতকাল তেলের দাম ছিল ১০৫.৭০ টাকা। কিন্তু আজ সেই দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে, তেল মিলছে ১০৫.৪৬ টাকায়।