Kolkata: কলকাতা বিমানবন্দরে পটলের মধ্যে ডলার পাচার

রাজ্য জুড়ে কয়লা ও গরু পাচারের পর এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সোনা এবং বিদেশী মুদ্রা পাচার। এতদিন ধরে দেশের মধ্যে সোনা পাচারের অন্যতম করিডোর…

Covid 19

রাজ্য জুড়ে কয়লা ও গরু পাচারের পর এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সোনা এবং বিদেশী মুদ্রা পাচার। এতদিন ধরে দেশের মধ্যে সোনা পাচারের অন্যতম করিডোর হিসেবে পরিচিত ছিল মুম্বই। এবার সাম্প্রতিককালে কলকাতায় সোনা এবং মুদ্রা পাচারের ঘটনা বেড়েই চলেছে। গত কয়েকদিন ধরে কলকাতা বিমানবন্দরে এমন কয়েকটি সোনা পাচারের ঘটনার সামনে এসেছে, যা দেখে কেন্দ্রীয় এজেন্সি গুলির চক্ষু চড়ক গাছ। তার মধ্যে রয়েছে ডিআরআই এবং শুল্ক দফতরের আধিকারিকরা।

কলকাতা বিমানবন্দর থেকে একজন যাত্রী ব্যাংকক যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের আধিকারিকরা ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালায়। এবং ওই তল্লাশি চলাকালীন সময়ে ব্যক্তির ব্যাগ থেকে বেশ কিছু পটল পাওয়া যায়। এবং ওই পটলের মধ্যে দেখা যায় কয়েক হাজার ডলার ভরে নিয়ে যাওয়া হচ্ছে।

এটা তো শুধু বিদেশি মুদ্রা পাচারের ঘটনা এরপরে রয়েছে সোনা পাচার। এক ব্যক্তি ব্যাংকক থেকে কলকাতা আসছিল সেই সময় গোপন সূত্রে খবর পায় শুল্ক দফতরের আধিকারিকরা। তবে আধিকারিকদের রীতিমতো সংকটে পড়তে হয় কারণ সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে কোনও রকমের সোনা তারা উদ্ধার করতে পারছিলেন না। পরে তল্লাশিতে দেখা যায় ব্যাক্তির বেল্টের বাকেল সেটি সোনার তৈরি। এর সঙ্গে দেখা যায় ওই ব্যক্তির কাছে কয়েকটি চাবির গোছা রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি চাবি সোনার। এর সঙ্গে ওই ব্যক্তির মানিব্যাগে বেশ কয়েকটি ক্রেডিট কার্ড পাওয়া যায় তল্লাশিতে জানা যায় সেগুলো সোনার তৈরি।

বিভিন্ন জায়গায় একের পর এক অভিনব কায়দায় পাচারের ঘটনা সামনে আসছে। মুম্বাইয়ের পরে এবার পাচারের মূল করিডোর হতে চলেছে কলকাতা বিমানবন্দর। যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তদন্তকারীদের কপালে।