SSKM: কেষ্ট পারেনি, এবার ‘অসুস্থ’ পার্থ এসএসকেএম হাসপাতালে ঢুকলেন

  নিয়োগ দুর্নীতি মামলায় জেলে থাকা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার আসলেই অসুস্থ। এবার তাঁকে জেল থেকে আনা হলো এসএসকেএম হাসপাতালে। অথচ গ্রেফতারির সময় তিনি…

Partha Chatterjee

 

নিয়োগ দুর্নীতি মামলায় জেলে থাকা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার আসলেই অসুস্থ। এবার তাঁকে জেল থেকে আনা হলো এসএসকেএম হাসপাতালে। অথচ গ্রেফতারির সময় তিনি হাসপাতাল যেতে প্রবল চেষ্টা চালান। তবে সফল হননি। তেমনই সর্বশেষবার সফল হননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনু্ব্রত (কেষ্ট) মণ্ডল। তিনি গোরু পাচার মামলায় সিবিআই হেফাজতে।

প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের হেফাজতে নিয়েছে ইডি। প্রেসিডেন্সি জেলে থেকে ক্রমশ অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে বেড়েছে ক্রিয়েটিনিনের মাত্রা। কমেছে হিমোগ্লোবিন। তাই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হল তাঁকে।

বিপুল কালো টাকার লেনদেন ও নিয়োগ দুর্নীতির মামলায় ২২ জুলাই থেকেই ইডি হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে পা ফোলা সহ শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। পরে এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে যান চিকিৎসক প্রতিনিধি দল। পার্থবাবুর শারীরিক অবনতি হচ্ছিল। এবার তিনি এসএসকেএমে। গ্রেফতারির আগে এখানে ভর্তি হতে এসেও পারেননি। তাকে ভুবনেশ্বরের এইমসে নিয়ে গিয়ে ইডি চিকিৎসা পরীক্ষা করায়। তখন এইএমস থেকে বলা হয় পার্থ চট্টোপাধ্যায় সুস্থ।

Advertisements

গত ১৮ তারিখ ফের পার্থ চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। আদালতের কাছে ইডির আইনজীবী বলেন, নিজের বয়ান কেড়ে নিয়ে মুছে ফেলার চেষ্টা করছেন পার্থ। তাই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন। ইডি সূত্রে খবর, বারবার তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টাও করেছেন তিনি।

হাসপাতালে পার্থ এখন সেফ জোনে? রাজনৈতিক মহলে এনিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।