SSC Scam: গরমে আইনি কাগজ নিয়ে বিস্তর দৌড়ঝাঁপ পার্থর, ফের তলব সিবিআইয়ের

গরমে এত সয় না। রাতের ঘুম উড়েছে। আইনি কাগজ নিয়ে আইনজীবীদের সঙ্গে লাগাতার আলোচনা যেমন চলছে তেমনই পরবর্তী সিবিআই জেরার টেনশন। এসব মিলে শিল্পমন্ত্রী ও…

Partha Chatterjee

গরমে এত সয় না। রাতের ঘুম উড়েছে। আইনি কাগজ নিয়ে আইনজীবীদের সঙ্গে লাগাতার আলোচনা যেমন চলছে তেমনই পরবর্তী সিবিআই জেরার টেনশন। এসব মিলে শিল্পমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নাজেহাল। তিনি শিক্ষা মন্ত্রী থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্ত চলছে।

তৃণমূল কংগ্রেসের অন্দরের গুঞ্জন, পার্থ চট্টোপাধ্যায় যে কোনও সময় অসুস্থ হতে পারেন। তিনি এমনিতেই বেশি ধকল নিতে পারেন না। তায় এমন দুশ্চিন্তা ও ঘণ্টার পর ঘণ্টা জেরা।

   

স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির মামলায় এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। প্রথম দফার জেরা শেষে নিজাম প্যালেস থেকে বিধ্বস্থ অবস্থায় বের হন তিনি। কলকাতা হোক বা মফস্বল এই নিজাম প্যালেস কে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ আতঙ্কিত নেতা ‘সিবিআই গুহা’ বলে মনে করে।

আরও পড়ুন: SSC Scam: আপাতত সিবিআই ছাড়, একাধিক প্রশ্ন এড়ালেন পার্থ

এসএসসি দুর্নীতি মামনায় সিবিআই সূত্রে খবর, প্রথম দফার জেপায় সমস্ত প্রশ্নের উত্তর পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে মেলেনি আগামী সপ্তাহে আরও একবার তলব করা হতে পারে পার্থবাবুকে। তবে সিবিআই জেরার হাত থেকে রক্ষাকবচ চেয়ে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

প্রথম দফার জেরায় বুধবার নিজাম প্যালেসের সিবিআই আঞ্চলিক দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। সাড়ে তিন ঘন্টার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।

সিবিআইয়ের তরফে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, নিয়োগ তালিকায় পিছনে নাম থাকা সত্ত্বেও কী করে চাকরি দেওয়া হল? ২০১৯ সালে যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল, তার পিছনে কারণ কী ছিল? কমিটি যখন গঠন করা হয়েছিল তার প্রক্রিয়া কী ছিল? মেধাতালিকায় পিছনে থাকা চাকরি প্রার্থীদের কীভাবে চাকরি দেওয়া হল? কিভাবে যোগ্যদের বাইরে রাখা হল? শিক্ষামন্ত্রী পদে থাকাকালীন এবিষয়ে তিনি কী কিছু জানতেন না? সিবিআই সূত্রে খবর, সমস্ত প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায়। কখনও তিনি বলেছেন কার সুপারিশে চাকরি দিয়েছেন তা মনে পড়ছে না। আবার তাঁর কথায়, দুর্নীতি হয়নি সেটা তিনি জানিয়েছিলেন৷।

সিবিআই সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বুধবারের বয়ান খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে খতিয়ে দেখা হবে উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ান৷ সেখান থেকে নতুন প্রশ্নপত্র তৈরি করবেন সিবিআই আধিকারিকরা৷ আগামী সপ্তাহে সেই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।