নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। হাসপাতাল থেকে জানানো হয়েছে, পার্থবাবুর (Partha Chatterjee) কোমরে এক্সরে করা হয়েছে। এরপর তাঁকে প্রেসিডেন্সি জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে বের হওয়াহওয়ায় সময় তিনি বলেন, দলের (TMC) সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম।
তাৎপর্যপূর্ণ, পার্থ চট্টোপাধ্যায় এবার সরাসরি তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন। যদিও এর আগে তিনি বলেছিলেন সব ষড়যন্ত্র। সময় হলেই সব বলব। নিয়োগ দুর্নীতি তদন্তে তিনি গ্রেফতার হওয়ার পর তৃণমূল কংগ্রেস মহাসচিব ও শিল্পমন্ত্রীর পদ থেকে সরান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের দিক থেকে ‘ষড়যন্ত্র’ শব্দ উড়ে এলেও জেলে থাকা অবস্থায় এই প্রথম তিনি মমতাকে বার্তা দিলেন।
গ্রেফতারির সময় তিনি এসএসকেএম হাসপাতাল যেতে প্রবল চেষ্টা চালান। তবে সফল হননি। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয় দফায় আরও ১৪ দিনের হেফাজতে নিয়েছে ইডি।
গত ১৮ তারিখ ফের পার্থ চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। আদালতের কাছে ইডির আইনজীবী বলেন, নিজের বয়ান কেড়ে নিয়ে মুছে ফেলার চেষ্টা করছেন পার্থ। তাই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন। ইডি সূত্রে খবর, বারবার তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টাও করেছেন তিনি।
প্রেসিডেন্সি জেলে থেকে ক্রমশ অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে বেড়েছে ক্রিয়েটিনিনের মাত্রা। কমেছে হিমোগ্লোবিন। জেলে পা ফোলা সহ শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। পরে এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে যান চিকিৎসক প্রতিনিধি দল। এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।
<
p style=”text-align: justify;”>বিপুল কালো টাকার লেনদেন ও নিয়োগ দুর্নীতির মামলায় ২২ জুলাই থেকেই ইডি হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারির আগে এখানে ভর্তি হতে এসেও পারেননি। তাকে ভুবনেশ্বরের এইমসে নিয়ে গিয়ে ইডি চিকিৎসা পরীক্ষা করায়। তখন এইএমস থেকে বলা হয় পার্থ চট্টোপাধ্যায় সুস্থ।