পদ্ম পুরস্কারে ভূষিত বাংলার সুপারস্টার প্রসেনজিৎ

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক (Prosenjit Chatterjee)সম্মান পদ্ম পুরস্কার ২০২৬-এর প্রাপকদের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। শিল্প, সাহিত্য, সমাজসেবা, চিকিৎসা,…

padma-awards-2026-prosenjit-chatterjee

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক (Prosenjit Chatterjee)সম্মান পদ্ম পুরস্কার ২০২৬-এর প্রাপকদের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। শিল্প, সাহিত্য, সমাজসেবা, চিকিৎসা, শিক্ষা, জনসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়। এবছরের তালিকায় যেমন রয়েছে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক তারকা নাম, তেমনই বাংলার জন্য গর্বের মুহূর্ত এনে দিয়েছেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Advertisements

ঘোষণা অনুযায়ী, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে প্রদান করা হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম বিভূষণ। কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অনবদ্য অবদান ও দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবেই এই সম্মান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

   

জানুয়ারি এলেই ফটোশুটের নতুন হটস্পট ক্ষীরাই

পদ্ম ভূষণ পাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী আলকা যাজ্ঞিক এবং মালয়ালম সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুট্টি। হিন্দি সংগীতে আলকা যাজ্ঞিকের অবদান যেমন অতুলনীয়, তেমনই মামুট্টির অভিনয় দক্ষতা ও সামাজিক প্রভাব তাঁকে ভারতীয় সিনেমার এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পদ্ম শ্রী প্রাপকদের তালিকা। এবছর এই সম্মানে ভূষিত হয়েছেন আর মাধবন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রয়াত অভিনেতা সতীশ শাহ। বাংলার দর্শকদের কাছে প্রসেনজিৎ শুধু একজন অভিনেতা নন, তিনি একটি আবেগ।

বাণিজ্যিক সিনেমা থেকে শুরু করে আর্ট ফিল্ম সব ক্ষেত্রেই তাঁর সাবলীল উপস্থিতি বাংলা চলচ্চিত্রকে জাতীয় স্তরে আলাদা পরিচিতি দিয়েছে। পদ্ম শ্রী প্রাপ্তির মাধ্যমে সেই দীর্ঘ পথচলারই রাষ্ট্রীয় স্বীকৃতি মিলল বলে মনে করছেন সিনে মহল।

অন্যদিকে, বহুমুখী প্রতিভার অধিকারী আর মাধবন অভিনয়, প্রযোজনা এবং সামাজিক সচেতনতামূলক কাজের জন্য এই সম্মান পাচ্ছেন। প্রয়াত অভিনেতা সতীশ শাহকে মরণোত্তর পদ্ম শ্রী প্রদান করার সিদ্ধান্তও প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।

পদ্ম পুরস্কার দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান এবং এটি তিনটি স্তরে প্রদান করা হয়, পদ্ম বিভূষণ: ব্যতিক্রমী ও সর্বোচ্চ স্তরের পরিষেবার জন্য, পদ্ম ভূষণ: উচ্চমানের বিশিষ্ট পরিষেবার জন্য, পদ্মশ্রী: যে কোনও ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলির নাম ঘোষণা করা হয়। যদিও তালিকা আগেই প্রকাশিত হয়, তবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি বছরের শেষের দিকে রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদক তুলে দেবেন।

এবছরের পদ্ম পুরস্কারের তালিকা আবারও প্রমাণ করল, ভারতীয় সংস্কৃতি ও শিল্পের বিস্তার কতটা বহুমুখী। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্ম শ্রী প্রাপ্তি বাংলার সাংস্কৃতিক জগতে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইছে। বহু অনুরাগীর মতে, এই সম্মান বহু আগেই প্রাপ্য ছিল। সব মিলিয়ে, প্রজাতন্ত্র দিবসের আগমুহূর্তে পদ্ম পুরস্কার ২০২৬ দেশের শিল্পী ও সংস্কৃতি জগতকে সম্মানিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গর্ব ও অনুপ্রেরণার বার্তা পৌঁছে দিল।

Advertisements