CPIM: চাকরির দাবিতে বাম মিছিলে সেনার আপত্তি নেই, পুলিশ নারাজ

রাজ্য সরকারের পুলিশ দেয়নি অনুমতি, তবে চলবে বাম ছাত্র সংগঠনের মিছিল।কেন্দ্র, রাজ্যকে টার্গেট করে ফের পথে নামছে বাম ছাত্র যুবরা। SFI, DYFI এর ডাকে ধর্মতলা…

রাজ্য সরকারের পুলিশ দেয়নি অনুমতি, তবে চলবে বাম ছাত্র সংগঠনের মিছিল।কেন্দ্র, রাজ্যকে টার্গেট করে ফের পথে নামছে বাম ছাত্র যুবরা। SFI, DYFI এর ডাকে ধর্মতলা চলোর কর্মসূচি। তবে আজ ধর্মতলায় DYFI এবং SFI কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না মিললেও সভা করতে অনড় রয়েছে এই দুই বাম সংগঠন।মূলত কেন্দ্র ও রাজ্যকে টার্গেট করে পথে বাম ছাত্র যুবরা। শিক্ষা দুর্নীতি সহ একাধিক ইস্যু। নতুন নিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে পথে নামছে বাম ছাত্র যুবরা।

SFI, DYFI সমর্থকদের দাবি তারা সভা করার জন্য আইনি অনুমতি পুলিশের কাছ থেকে পাচ্ছেন না। সেনার তরফ থেকে অনুমতি মিলেছে তবে কলকাতা পুলিশের তরফ থেকে কোনও অনুমতি মেলেনি। এই অনুমতি দেওয়া হোক আর না দেওয়া হোক তাদের যে কর্মসূচি ধর্মতলা চলো তা আজ তারা করবেই। 

বিভিন্ন জায়গা থেকে মিছিল আসার কথা। ডেরিনা ক্রসিং এ মোহাম্মদ সেলিম, মিনাক্ষী মুখার্জী, সুজন চক্রবর্তী সহ SFI, DYFI সহ সিপিএমের কর্মীরা উপস্থিত থাকবেন। শিক্ষায় দুর্নীতির অভিযোগ, চাকরি চাই, বেকার যুব সমাজের চাকরি এবং মূলত গোটা রাজ্য জুড়ে চলা দুর্নীতিকে সামনে  বাম সংগঠনের মিছিল ঘিরে গরম কলকাতা।