West Bengal Day: বিমান বসুর চিঠি পেলেন মমতা, কী লিখলেন বামফ্রন্ট চেয়ারম্যান

‘রাজনৈতিক শত্রু’ হলেও বামফ্রন্ট চেয়ারম্যানকে ‘বিমান দা’ বলেই ব্যক্তিগতস্তরে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান দা’র লেখা একটি চিঠি পেয়েছেন মমতা। কী লিখেছেন দেশের প্রবীণতম…

‘রাজনৈতিক শত্রু’ হলেও বামফ্রন্ট চেয়ারম্যানকে ‘বিমান দা’ বলেই ব্যক্তিগতস্তরে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান দা’র লেখা একটি চিঠি পেয়েছেন মমতা। কী লিখেছেন দেশের প্রবীণতম রাজনৈতিক ব্যক্তিত্ব। নবান্ন সূত্রে খবর, বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন, সর্বদলীয় বৈঠকে তাঁরা থাকবেন না। পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালনের জন্য ১ বৈশাখ তারিখ স্থির করেছে রাজ্য সরকার। সেই কারণে সর্বদলীয় বৈ়ঠক ডাকা হয়েছে। বৈঠক হবে মঙ্গলবার।

বামফ্রন্ট সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদলীয় বৈঠক বয়কট করা হয়েছে। বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য “রাজ্যের গান” হিসাবে একটি গান নির্বাচন করার বিষয়েও আলোচনা করার কথা রয়েছে।বামফ্রন্টের পক্ষ থেকে বিমান বসু জানান, “অবিভক্ত বাংলাকে বিভক্ত করে পশ্চিমবঙ্গ করা হয়েছিল। দেশভাগের কারণে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য সেটা কখনোই আনন্দের মুহূর্ত ছিল না। তাই আমরা কোনো বিশেষ দিনকে রাষ্ট্রীয় মর্যাদা দিবস হিসেবে পালনে বিশ্বাস করি না। একইভাবে, আমরা রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই বছরের ২০ জুন পশ্চিমবঙ্গ স্থাপনা দিবস হিসাবে যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেই বিষয়েও আপত্তি জানিয়েছিলাম।”

শুধু বামফ্রন্ট নয়, সর্বদলীয় বৈঠক বয়কট করেছে রাজ্যের আরও এক পূর্বতন শাসক দল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও বলেন মঙ্গলবারের বৈঠকে তাঁর দলের কোনও প্রতিনিধি থাকবে না। তিনি জানান, “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকলে আমরা অবশ্যই আমাদের প্রতিনিধি পাঠাতাম। কিন্তু মঙ্গলবারের বৈঠকে প্রতিনিধি পাঠানো মানেই সময়ের অপচয়”।

সর্বদলীয় বৈঠক বিষয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, তাঁকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। বিনা আমন্ত্রণে বৈঠকে যাওয়ার প্রশ্নই আসে না। বৈঠক বয়কট করেছে প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্তের পিছনে কোনও বৈজ্ঞানিক বা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি না থাকায় তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে।