শুভেন্দুকে PSC ভবনে ঢুকতে বাধা

আজ প্রেস কনফারেন্স মেটানোর পরেই মুদালির PCS ভবনে পৌঁছে যায় শুভেন্দু অধিকারী। তবে গেটেই নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে দেয়। ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে…

আজ প্রেস কনফারেন্স মেটানোর পরেই মুদালির PCS ভবনে পৌঁছে যায় শুভেন্দু অধিকারী। তবে গেটেই নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে দেয়। ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন।

Advertisements

২০১৫-১৮ সালে ডাব্লুবিসিএস নিয়োগ প্রক্রিয়ার তথ্য পেতে আরটিআই জমা করতে মুদালির PCS ভবনে যায় রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু গেটেই তার গাড়ি আটকে দেয় নিরাপত্তা রক্ষীরা। এরপরে নিরাপত্তা রক্ষীদের তার সঙ্গে তার বচসা শুরু হয়।

   

“গেট খুলুন” হুমকি শুভেন্দু অধিকারীর। এর সঙ্গে তিনি আরো বলেন,” টাকা কি মমতা দেয়? আমি চোর না ডাকাত? যে পুলিশ ডেকে এনে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে? মমতা এদের অপব্যবহার করছে। আমাকে দেখে আটকাচ্ছে”।

এর সঙ্গেই তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে আরো বলেন, “PSC তেও চিরকুট আসে। একুশে জুলাই ভালো পারফরমেন্সের জন্য মমতা পুলিশ আইপিএস অফিসারদের মিষ্টি, কফি খাইয়েছে। প্যাকেটে করে ফিস ফ্রাই গিয়েছে। এরা বেতনটা পায় কোথা থেকে? যে ভালো পারফরমেন্সের জন্য খাবার বিলি করছে”।