যে দল তৃণমূলকে হারাতে পারবে তাকেই ভোট দেবেন রাজ্যবাসী: শুভেন্দু অধিকারী

বামফ্রন্ট চেয়ারম্যান অশিতীপর সিপিআইএম নেতা বিমান বসুর প্রশংসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘নোংরা পলিটিক্স’ চালু করার কটাক্ষ। সবমিলে নিয়োগ দুর্নীতির সুপারিশ কাণ্ড ইস্যুতে তীব্র আক্রমণাত্মক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)

বামফ্রন্ট চেয়ারম্যান অশিতীপর সিপিআইএম নেতা বিমান বসুর প্রশংসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘নোংরা পলিটিক্স’ চালু করার কটাক্ষ। সবমিলে নিয়োগ দুর্নীতির সুপারিশ কাণ্ড ইস্যুতে তীব্র আক্রমণাত্মক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। তিনি বলেছেন, আমি বিস্নিত কী করে বিমান বসুর নাম বলছেন পার্থ চট্টোপাধ্যায়রা। নিয়োগ দুর্নীতির তদন্তে তিনি ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন।

নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে এসে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর নাম আসায় রাজনৈতিক মহল আলোড়িত। প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিমান বসু তো পার্টি অফিসে থাকেন। নিজের কাপড় নিজে কাচেন। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। প্রণব মুখার্জি, বরকত গনিখান চৌধুরী, সিদ্ধার্থ শংকর রায়, বিমান বসুদের রাজনীতি দেখেছি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি শুরু করেছেন রাজ্যে।

   

Advertisements

বিরোধী দলনেতা বলেছেন, মানুষ তৈরি। রাজ্যবাসী স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেস সরকারকে হটাতে যে দল পারবে তাকেই ভোট দেবেন। এ রাজ্যে কংগ্রেস, বামফ্রন্টের সরকার ছিল। তৃণমূলের সরকার আছে। সবাই রাজ্যবাসীর কাছে পরীক্ষিত। বিজেপি পরীক্ষিত নয়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News