শিয়ালদহে বাতিল একের পর এক লোকাল ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে

শিয়ালদহে (Sealdah) আচমকা বাতিল একের পর লোকাল ট্রেন। অফিস থেকে বাড়ি ফেরার মুখে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। আজ, শুক্রবার বিকেলে বাতিল করা হয়েছে দুটি আপ…

one-after-another-local-train-canceled-in-sealdah-passenger-suffering-is-extreme

শিয়ালদহে (Sealdah) আচমকা বাতিল একের পর লোকাল ট্রেন। অফিস থেকে বাড়ি ফেরার মুখে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। আজ, শুক্রবার বিকেলে বাতিল করা হয়েছে দুটি আপ ডানকুনি লোকাল। যাত্রীদের অভিযোগ, আগাম কোনও ঘোষণা করা হয়নি। আচমকা মাইকের বলা হয়, ট্রেন বাতিল করা হচ্ছে।

নিত্যযাত্রীদের তথ্য অনুযায়ী, ৩২২৪৩ আপ শিয়ালদহ-ডানকুনি লোকাল বাতিল করা হয়েছে। এটি সন্ধ্যা ৬টা ৮ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে। তার আগে ৩২২৪১ আপ শিয়ালদহ-ডানকুনি লোকাল বাতিল করা হয়। এই ট্রেনটি বিকেল ৫টা ২২ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ডানকুনির উদ্দেশ্যে রওনা দেয়।

   

কাজের দিন এভাবে একের পর ডানকুনি লোকাল বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। রেলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। কীভাবে বাড়ি ফিরবেন, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা নিত্যযাত্রীদের। 

‘টালিনালা বুজিয়ে বাড়ি বানিয়েছেন মমতা’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

এদিকে ফের শিয়ালদহ ডিভিশনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। আর এর জেরে বাতিল প্রচুর লোকাল ট্রেন। কিছু ট্রেনের গন্তব্য এবং যাত্রা শুরুর স্টেশনেও পরিবর্তন আনা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

এই ব্লকের ফলে মূলত শিয়ালদহ থেকে বনগাঁ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হবে। রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ১০ নম্বর ব্রিজে গার্ডারিং সংক্রান্ত কাজের জন্য শিয়ালদহ ডিভিশনের দমদম-বারাসত সেকশনের মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। আপ ও ডাউন লাইনে আলাদা আলাদা সময়ে ব্লক নেওয়া হবে জানানো হয়েছে।

সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল প্রচুর লোকাল ট্রেন

রেল জানিয়েছে, ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ১০টা, অর্থাৎ ১২ ঘণ্টা ডাউন লাইনে এবং ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮টা অর্থাৎ ১০ ঘণ্টা আপ লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন থাকছে। এই সময় পর্বে ওই দুই লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে।

হাসনাবাদ-শিয়ালদহ, বনগাঁ-শিয়ালদহ, দত্তপুকুর-শিয়ালদহ, লক্ষ্মীকান্তপুর-নামখানা, মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, বনগাঁ-মাঝেরহাট, হাবড়া-শিয়ালদহ, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-বারাসত, মাঝেরহাট-মধ্যমগ্রাম, বারাসত-বনগাঁর মতো কিছু লোকাল ট্রেন রবিবার বাতিল করা হবে।

প্রকাশিত মাধ্যমিক ২০২৫-এর রুটিন, জানুন কবে কোন বিষয়ের পরীক্ষা?