আদালতের নির্দেশে ঘরছাড়া বাম সমর্থকদের ফেরাল পুলিশ

আদালতের নির্দেশে ভোট দিতে ঘরে ফিরছে গ্রামছাড়ারা। গ্রামছাড়া ৫৭ জন পরিবার ফিরছে গ্রামে। ওই পরিবারগুলি হাওড়ার আমতা এলাকার। গ্রামীণ পুলিশ সুপারকে নিরাপত্তা দিতে ইতিমধ্যে নির্দেশ…

Hearing of RG Kar Case at Calcutta High Court Following State Government and CBI’s Plea

আদালতের নির্দেশে ভোট দিতে ঘরে ফিরছে গ্রামছাড়ারা। গ্রামছাড়া ৫৭ জন পরিবার ফিরছে গ্রামে। ওই পরিবারগুলি হাওড়ার আমতা এলাকার। গ্রামীণ পুলিশ সুপারকে নিরাপত্তা দিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। গ্রামীণ পুলিশকে সবদিক খেয়াল করে দেখতে হবে।

Advertisements

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর অশান্তির জন্য ৫৭ জন সিপিআইএম সমর্থিত পরিবার ঘরছাড়া ছিল‌। তারা চাইছে ঘরে ফিরে ভোট দান করতে। তারা আশঙ্কা করেছেন, ফিরে আসলে ফের আক্রমণের মুখে পড়তে হতে পারে, তাই তারা নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মামলা করেছে।

   

সেই মামলার পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছে পরিবারগুলিকে নিরাপত্তা দিতে হবে। হাইকোর্টের তরফে বলা হয়েছে, চন্দ্রপুর গ্রামে পুলিশ পিকেট বসাতে হবে যাতে তারা নির্বিঘ্নে ভোট দেন ও শান্তিতে বসবাস করেন।