Dengu:বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তরের কপালে

বর্ষা এখনও প্রবেশ করেনি বঙ্গে, তার আগেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে ডেঙ্গি। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দপ্তরের কপালে। রাজ্যের আলিপুরদুয়ার জেলায় ক্রমাগত বাড়ছে…

Dengue positive

বর্ষা এখনও প্রবেশ করেনি বঙ্গে, তার আগেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে ডেঙ্গি। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দপ্তরের কপালে। রাজ্যের আলিপুরদুয়ার জেলায় ক্রমাগত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়চ্ছে জেলা প্রশাসনের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রায় ৭২ জন আক্রান্ত ডেঙ্গিতে। বর্ষার আগেই যদি ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটা ৭২ হয় তাহলে বর্ষা আসলে সংখ্যাটা কোথায় পৌঁছাতে পারে সেটা আশা করা যাচ্ছে। 

আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা বলেন,”আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ৭২ জন। তার মধ্যে বেশি কালচিনিতে। এখানে ৫৭ জন আক্রান্ত হয়েছেন। চাবাগান, গ্রামপঞ্চায়েত, জেলা পরিষদকে সঙ্গে নিয়ে ডেঙ্গি মোকাবিলায় নামা হচ্ছে। সমস্যা রয়েছে কালচিনিতে।” তিনি এও বলেছেন, “এলাকার ড্রেনে জল জমে আছে। সেই জঞ্জাল দ্রুত পরিস্কার করে কালচিনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে রাখা হবে। চাবাগান নিজেরাই সব কিছু মনিটরিং করছে। যাতে জমা জল না থাকে সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” একই সঙ্গে তিনি বলেন, “এই আক্রান্তের মধ্যে বাইরে থেকে আসা লোকজন ও রয়েছেন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ডেঙ্গি আক্রান্তদের বাড়িতে রেখেই চিকিৎসা হচ্ছে। আপাতত ভয়ের কিছু নেই বলেই জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক উদ্যোগ যে আগামী কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বাড়তে না দেওয়া প্রাথমিক উদ্যোগ নিয়েছে। তবে ফালাকাটা,আলিপুরদুয়ার শহরে ও আক্রান্ত রয়েছেন। গতবছর সারা বাংলা জুড়ে দাপিয়ে বেড়িয়েছিল ডেঙ্গি। এইবার সেই লাগামছাড়া বৃদ্ধিতে কি রাশ টানতে পারবে স্বাস্থ্য দপ্তর, সেই দিকেই তাকিয়ে বাংলা।