PM Modi: বিরোধীদের জ্বালা ধরানো ভুরি ভুরি অভিযোগ, কোনটি অসহ্যকর? খোলসা করলেন স্বয়ং প্রধীনমন্ত্রী

গত ১০ বছর ধরে বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজনৈতিক নানা সিদ্ধান্ত তেকে ব্যক্তিগত জীবন- মোদীর বিরুদ্ধে প্রায়ই আক্রমাণাত্মক হয়ে ওঠেন রাহুল থেকে…

biggest allegation against me that i own 250 pairs of clothes says pm modi

গত ১০ বছর ধরে বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজনৈতিক নানা সিদ্ধান্ত তেকে ব্যক্তিগত জীবন- মোদীর বিরুদ্ধে প্রায়ই আক্রমাণাত্মক হয়ে ওঠেন রাহুল থেকে মমতা। এসবের মধ্যে কোনটা সব থেকে বেশি অসহ্যকর ঠেকেছে তাঁর কাছে? লোকসবা ভোট আবহে সংবাদ সংস্থা পিটিাই-কে এক সাক্ষাৎকারে সেই কথাই অকপটে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রয়াই মোদীর পোশাক ও সেগুলির দাম নিয়ে কটাক্ষ করেন বিরোধী নেতারা। একদা কংগ্রেস নেতা এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরসিং চৌধুরীর একটি জনসভায় তৎকালীন বিজেপি নেতা নরেন্দ্র মোদীর পোশাক নিয়ে মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন। দাবি করেছিলেন যে, মোদীর ২৫০ জোড়া পোসাক রয়েছে।

   

PM Modi: মমতা ‘হিন্দু বিরোধী’, মুখ্যমন্ত্রীর সন্ন্যাসী তোপের পর বোঝাতে আরও মরিয়া মোদী

তৎকালীন মুখ্যমন্ত্রীর ওই দাবি ঘিরে বিতর্ক হয়। প্রায় কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা সভা করে কটাক্ষের জবাব দিয়েছিলেন মোদী। জনসভায় বলেছিলেন, ‘আমি জনগণকে জিজ্ঞাসা করেছি যে তারা কি এমন একজন মুখ্যমন্ত্রী চান যিনি ২৫০ কোটি টাকা চুরি করেছেন বা যাঁর ২৫০ জোড়া পোশাক রয়েছে আছে? গুজরাটের জনগণ এক কথায় উত্তর দিয়েছিল যে ২৫০ জোড়া পোশাকের মুখ্যমন্ত্রী ভালো থাকবেন।’ এরপর আর যা নিয়ে কোনও বিতর্ক হয়নি বলে দাবি মোদীর।

সম্প্রতি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবিকে কটাক্ষ করেছেন, দাবি করেছেন যে তিনি প্রতি মাসে ১.৬ লাখ বেতন উপার্জন করার সময় দামি পোশাক পরেছেন।

PM Modi: ধর্মনিরপেক্ষতার আড়ালে ভয়ঙ্কর ‘খেলা’ বিরোধীদের! মুখোশ খুললেন প্রধানমন্ত্রী মোদী