এইবার মাতৃভূমি লোকালে ওঠার ছাড়পত্র পেলেন পুরুষেরা! জানুন নিয়ম

এতদিন মহিলা নন বলে মাতৃভূমি লোকালে উঠতে পারতেন না! চোখের সামনে দিয়ে হুশ করে ফাঁকা ট্রেন বেরিয়ে যেত, আর আপনি হাহুতাশ করতেন। এইবার আপনার সেই…

Local Trains Diverted from Sealdah South Line for 52 Hours

এতদিন মহিলা নন বলে মাতৃভূমি লোকালে উঠতে পারতেন না! চোখের সামনে দিয়ে হুশ করে ফাঁকা ট্রেন বেরিয়ে যেত, আর আপনি হাহুতাশ করতেন। এইবার আপনার সেই দুঃখ ভুলতে চলেছে। আপনি পুরুষ হলেও দিব্যি উঠতে পারেবন এই মাতৃভূমি লোকালে। তবে এই সুযোগ সীমিত সময়ের জন্য।

গত বৃহস্পতিবার রাত থেকে শিয়ালদহ ষ্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার দরুন বাতিল হয়েছে বহু লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আর সেই দরুন যাত্রীভোগান্তি রুখতে আগামী তিন দিনের জন্য মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষেরাও।

   

Indian Railways: ট্রেনে চড়েন, দেখেওছেন ট্রেনের গায়ে লেখা ৫ সংখ্যার কোড! জানেন কী কাজে লাগে?

রেল সূত্রে খবর, রবিবার বেলা ২ টো পর্যন্ত ১ থেকে ৫ নম্বর প্ল্য়াটফর্ম সংস্কারের কাজ চলবে ৷ তার জেরেই একাধিক ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে ৷ এছাড়াও বেশ কিছু ইএমইউ লোকাল ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ ট্রেন বাতিলের জেরে নিত্য যাত্রীদের সমস্যায় পড়তে হবে । সাধারণ মানুষের হয়রানি আটকাতে শিয়ালদা থেকে বাড়তি বাস পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্যে সরকারকে। রেলর তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত একাধিক শিয়ালদা-সিউড়ি মেমু লোকাল বাতিল করা হয়েছে । বেশ কিছু ট্রেন দমদম পর্যন্ত আসবে ৷ তারপরে সেগুলি আবার ডানকুনি পর্যন্ত যাবে ৷

আরও জানা গিয়েছে যে শিয়ালদা-রানাঘাট আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে । শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে। শিয়ালদা-মধ্যমগ্রাম, শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা-বারাসাত জংশন, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদহ-বনগাঁ জংশন আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে ।