আরজি কর-কাণ্ডে এবার ED-র রাডারে সন্দীপ ঘোষ, চমকে গেল রাজ্য

আরজি কর-এর ঘটনায় সিবিআইয়ের পর এবার আসরে নামছে ইডি (ED)? বর্তমান সময়ে সকলের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কিন্তু শুধু শুধু কিন্তু এই প্রশ্ন…

আরজি কর-এর ঘটনায় সিবিআইয়ের পর এবার আসরে নামছে ইডি (ED)? বর্তমান সময়ে সকলের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কিন্তু শুধু শুধু কিন্তু এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে না, এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এমনিতে যত সময় এগোচ্ছে ততই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন নতুন রহস্য উন্মোচন হচ্ছে।

এদিকে এই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। কিন্তু এবার এই ঘটনা নিয়ে সরব হতে দেখা গেল এবার ইডিকেও। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার ইডির স্ক্যানারে আরজি কর-এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ও বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের জন্য আরও সমস্যা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তাঁর আমলে হাসপাতালের আর্থিক অনিয়মের বিষয়ে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) দায়ের করেছে বলে খবর।

   

সূত্রের খবর, গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে সিবিআই আধিকারিকদের দায়ের করা এফআইআরের ভিত্তিতে কমিশনার দায়ের করা হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এখন এই মামলায় আর্থিক তছরুপের বিষয়টি খতিয়ে দেখবে। যে কোনও মামলার তদন্ত শুরু করার ক্ষেত্রে ইডি সর্বদা সিবিআইয়ের চেয়ে বেশি নমনীয়তা রাখে। যদিও সিবিআই কেবল দুটি পরিস্থিতিতে তদন্তের দৃশ্যে প্রবেশ করতে পারে, প্রথমটি সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে স্ট্যান্ডিং ক্লিয়ারেন্স এবং দ্বিতীয়টি আদালতের আদেশ, এই জাতীয় বিষয়ে ইডির উপর এ জাতীয় কোনও বিধিনিষেধ নেই।

সূত্রের খবর, ইডি ঘটনাস্থলে ঢুকলেই সন্দীপ ঘোষ ও তাঁর আরজি করের ঘনিষ্ঠদের দ্বৈত জিজ্ঞাসাবাদের মুখোমুখি যে হতে হবে তা বলাই বাহুল্য। সন্দীপ ঘোষ ছাড়াও আরজি করের প্রাক্তন মেডিক্যাল সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল সঞ্জয় বশিষ্ঠ এবং হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ডেবিউনেটর দেবাশিস সোমকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।