Nawsad Siddique: বিধানসভায় ভাঙা গাড়ি নিয়ে ঢুকে মমতা-সরকার সম্পর্কে বিস্ফোরক নওশাদ

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique) বিধানসভায় ফিরে জানালেন, বিধানসভায় আমার যে লক্ষ্য, তা পুরণ করতে পারছি না। আমার সংকল্প নিয়ে এগিয়ে যাব। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ নিয়ে বিতর্ক রয়েছে।

naushad siddiqui

ধর্মতলায় হিংসাত্মক আন্দোলন ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। টানা ৪২ দিন জেলে থাকার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique) বিধানসভায় ফিরে জানালেন, বিধানসভায় আমার যে লক্ষ্য, তা পুরণ করতে পারছি না। আমার সংকল্প নিয়ে এগিয়ে যাব। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ নিয়ে বিতর্ক রয়েছে।

নওশাদ সিদ্দিকি বলেন, আমি ভেবেছিলাম আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দেবে। দমিয়ে রাখার চেষ্টা করা হবে। কিন্তু এতদিন ধরে জেলে বন্দি করে রাখবে, সেটা ভাবতে পারিনি। আমি এখনও বলছি প্রস্তুত রয়েছি। আমি এখনও ভেঙে পড়ছি না।

   

এদিন বিধানসভায় ভাঙা গাড়ি নিয়ে উপস্থিত হন নওশাদ। তবে কি তাঁর গাড়িতে ঢিল পড়েছিল সেই বার্তা দিতেই ভাঙা গাড়ি নিয়ে এলেন? নওশাদ অবশ্য জানিয়েছেন, সমস্ত কিছুর ফুটেজ রয়েছে। আমি কি করেছি সেটা জানি। আমার নতুন গাড়ি কেনার টাকা নেই। একইসঙ্গে তাঁর বক্তব্য, সারা বাংলার মানুষের দেখবে কি ভাবে একজন বিধায়কের ওপর হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশ সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় নওশাদ সহ একাধিক আইএসএফ কর্মীদের গ্রেফতার করা হয়।